চীন আন্তর্জাতিক বেতার আমায়
উদার হতে শেখায়
কর্মী হবার মন্ত্র যেন
প্রতি দিনই দেখায়।
সি আর আই আমায় বলে
আপন তেজে জ্বলতে
সূর্য শেখায় হাসতে মোরে
সি আর আই মধুর কথা বলতে।
পৃথিবীতে সি আর আই যে
সবার প্রিয় বেতার
নানান ভাবে নতুন জিনিস
শিখছি সবাই এবার।
বিশ্ব জুড়ে সি আর আই
একথাই বলতে কোন দ্বিধা নাই।
---বাংলাদেশের রাজশাহী জেলার KWALITY ডি,এক্স লিসনার্স ক্লাবের প্রেসিডেন্ট মো: মত্তদুদ হোসেন(মনা)
|