v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-10-19 13:41:13    
ছিংতাও ইলেক্ট্রোনিক্স ভোগ্যপণ্য মেলা খুব জমেছে

cri
    সম্প্রতি '২০০৬ সাল চীন আন্তর্জাতিক ইলেক্ট্রোনিক্স ভোগ্যপণ্য মেলা" চীনের পূর্ব উপকূলীয় ছিংতাও শহরে মহাসমারোহে আয়োজিত হয়। বিশ্বের৪০০টিরও বেশি কোম্পানি এই মেলায় অংশ নিয়েছে। তারা নতুন পণ্য ও নতুন প্রযুক্তি নিয়ে এসেছে এবং সহযোগিতার নতুন   সুযোগ খুঁজছে ।

    চীনের বৃহত্তম বৈদ্যুতিক সামগ্রী শিল্পপ্রতিষ্ঠান--হাইয়ের গোষ্ঠী এই মেলায় তার পুরো সেট নেটওয়ার্ক ঘরোয়া বৈদ্যুতিক সামগ্রী 'ইউ-হোম' প্রদর্শিত করেছে। এই 'ইউ -হোম' ব্যবস্থার মাধ্যমে অফিসে বা বাড়ির বাইরে গ্রাহকরা মোবাইল বা কম্পিউটার দিয়ে দূর থেকে নিজেদের বাড়ির ওয়াটার-হিটিং, এয়ারকণ্ডিশন, ওয়াশিং মেশিন ইত্যাদি নিয়ন্ত্রণ করতে পারে এবং সেগুলোর সমস্যাগুলোও ধরতে পারে। এমন কি টেলিভিশনে নেটওয়ার্কের ভিডিও অনুষ্ঠানমালা দেখতে পারে। হাইয়ের গোষ্ঠির ভাইস প্রেসিডেণ্ট চৌ ইউনচিয়ে বলেছেন, "পরিবার আমাদের 'ইউ-হোম' গ্রাহকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গ্রাহকরা পুরো-সেট, আরামদায়ক এবং ইণ্টার্নেটের সঙ্গে সংযুক্ত আমাদের 'ইউ-হোম' ব্যবস্থা খুব পছন্দ করে। আমাদের এই ব্যবস্থা থাকলে গ্রাহকরা অন্য শহর বা বিদেশে গেলেও নিজের বাড়ির সঙ্গে যোগাযোগ রাখতে পারবে, যেন বাড়ি নিজের কাছেই রয়েছে । আবার বাড়ি ফিরে এই ব্যবস্থার মাধ্যমের সারা বিশ্বের সঙ্গে যোগাযোগ করতে পারবে ।"

    চীনের আইটি শিল্পের অগ্রনায়ক লেনোভো গোষ্ঠীও তথ্য যুগের নতুন পণ্য এই মেলায় দেখিয়েছে। লেনোভোর ভাইস প্রেসিডেণ্ট তু চিয়েনহুয়া জানিয়েছেন, লেনোভোর পণ্যের মাধ্যমে কম্পিউটারে ছবি ধরে রাখা এবং ভিডিও তথ্যকে টেলিভিশনে পাঠানো যায় এবং টেলিভিশনের স্ক্রীনে দেখা যায়। অন্য জায়গায় গেলেও গ্রাহক নিজের বাড়ির কম্পিউটার থেকে প্রয়োজনীয় তথ্য পেতে পারেন। ফলে লোকদের জীবনযাত্রার আওতা অনেক সম্প্রসারিত হয়।

    সংবাদদাতা এই মেলায় অনেক নতুন ধরনের পণ্য ও প্রযুক্তি দেখেছেন। যেমন মোবাইলে ফটো দ্রুত ডেভেলপ করা ও ছাপানোর প্রযুক্তি, মাত্র ৫০ গ্রাম ওজনের 'ওয়াক মেন' এবং রহস্যময় 'স্ক্যান পেন' দিয়ে মোবাইলে বই বা তথ্য পড়ার ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের ফ্লরিডা শিল্পগোষ্ঠী তার সর্বশেষ আবিষ্কৃত এল -ই-ডি অর্থাত্ 'লাইট-ইমিটিং-ডায়ড' এই মেলায় দেখিয়েছে। গোষ্ঠীটির চীন গবেষণাকেন্দ্রের ডেপুটি জেনারেল ম্যানেজার লি মেংসিয়েন বলেছেন,

    "আমাদের সর্বশেষ আবিষ্কৃত এল -ই-ডি এবং ছোট আকারের আইস-উত্পাদন যন্ত্রটি চীনে সর্বপ্রথম। বিশেষ করে এল-ই- ডি হলো আমাদের নতুন পণ্য। আমরা প্রধানত আমাদের সর্বশেষ আবিষ্কৃত পণ্যদ্রব্য প্রদর্শন করি।"

    এবারকার মেলা চীনের বাণিজ্য মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত হয়। বিশ্বের বৃহত্তম মার্কিন কোম্পানির সঙ্গে সহযোগিতা চালানোর ফলে চীন তথা গোটা এশিয়ার ইলেক্ট্রোনিক্স ভোগ্যপণ্য শিল্পের অবস্থান জোরদার হয়েছে। এটা বিশ্বের ইলেক্ট্রোনিক্স ভোগ্যপণ্য শিল্পের উন্নয়নের জন্য অনুকূল।

    একটি বহুজাতিক কোম্পানির কর্মকর্তা চাং ছিডা মনে করেন, বিশ্বের বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা এই মেলায় পণ্য কিনতে এসেছেন। এতে সহযোগিতার সুযোগ আরও বাড়বে। তিনি বলেছেন, " এবারকার মেলা খুব জমে উঠেছে। মেলার আকারও আগের চেয়ে অনেক বড় । পণ্যপ্রদর্শনি শুধু এই মেলার একটি অংশ। সব চেয়ে বড় কথা হচ্ছে, আমাদের ট্রেডমার্কের ভাবমূর্তি ফুটিয়ে তোলা। কারখানার ব্যবসায়ী হিসেবে এটা পণ্যক্রয়কারী ব্যবসায়ীদেরকে আমাদের শ্রেষ্ঠ পণ্য দেখানোর জন্য এটি একটি ভাল সুযোগ।"

    বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি এবং ইণ্টার্নেট জনপ্রিয় হবার সঙ্গে সঙ্গে তথ্য সর্বত্রই বিরাজমান। চীনের তথ্যশিল্প মন্ত্রণালয়ের উপমন্ত্রী লৌ ছিংচিয়েন বলেছেন, "মোবাইল ফোনের কথাই ধরা যাক, আমাদের আগেকার নিয়ম অনুযায়ী এটা এক টেলিযোগাযোগ দ্রব্য। কিন্তু এখন তা আসলে কম্পিউটার ধরনের পণ্য। একই সময়ে আবার তা দিয়ে দূর থেকে কথা বলা করা যায়। এটা ঠিক একটি টেলিভিশনের মতো , কিন্তু একই সময় তা দিয়ে আবার ফোনও করা যায় এবং ইণ্টানের্ট দেখতে পারা যায়। মাল্টিমিডিয়া ধরনের পণ্যের সঙ্গে ইলেক্ট্রোনিক্স ভোগ্যপণ্য ও ডিজিটাল ইলেক্ট্রোনিক্স ভোগ্যপণ্যের ঘনিষ্ঠ সমন্বয় সাধন ইতিমধ্যেই বর্তমান তথ্য -বৈদ্যুতিক সামগ্রী উন্নয়নের প্রধান ধারায় পরিণত হয়েছে।"

    অবশ্য বাড়ির টেলিভিশনে ইণ্টার্নেট দেখতে পারা যায়, ফ্রিজার আপনাকে ই-মেইল পাঠাতে পারে। এ সব নতুন প্রযুক্তি ক্রমেই আমাদের বাস্তব জীবনে প্রবেশ করেছে। ইলেক্ট্রোনিক্স, তথ্য এবং বৈদ্যুতিক সামগ্রীর সমন্বয়ের মহা যুগ সূচিত হয়েছে। ঘরোয়া বৈদ্যুতিক সামগ্রী ক্রমেই আরও বহুমুখী ভূমিকা পালন করছে। এ রকম মেলা যাতে একটি উন্নত মানের বৈশিষ্টময় মেলায় পরিণত হতে পারে , তার জন্য মেলার উদ্যোক্তারা সব রকমের প্রচেষ্টা চালাচ্ছেন। ছিংতাও শহরের ভাইস মেয়র ইউ ছোং বলেছেন, " আমাদের ছিংতাও মেলা হলো ইলেক্ট্রোনিক্স ভোগ্য পণ্যের মেলা। কয়েক দিক থেকে এই মেলাকে ছিংতাওয়ের বৈশিষ্ট্য-সম্পন্ন করতে হবে। আমাদের প্রথম বৈশিষ্ট্য হলো মোবাইল ফোন । সেই দিক থেকে এই মেলা অবশ্যই জোরদার ও বড় করতে হবে।দ্বিতীয় বৈশিষ্ট্য হলো বিনোদনমূলক ইলেক্ট্রোনিক্স । যেমন , ইলেক্ট্রোনিক কীবোর্ড, ইলেক্ট্রোনিক গিটার এবং প্রাসঙ্গিক ডি ভি ডি পণ্য। তৃতীয় বৈশিষ্ট্য হলো চিকিত্সা ও স্বাস্থ্যরক্ষার জন্য ইলেক্ট্রোনিক পণ্য, আরও আছে নেটওয়ার্ক গেমস, মটর গাড়ির ইলেক্ট্রোনিক্স। আমরা চেষ্টা চালিয়ে যাবো , যাতে আমাদের ছিংতাও মেলার বিশেষ পণ্য সুপ্রতিষ্ঠিত হতে পারে এবং বিশ্বমানের পণ্য তৈরি করা যায়।"

    ছিংতাও এক সুন্দর উপকূলীয় শহর। লক্ষ লক্ষ পর্যটক এই শহরে ভ্রমণ করতে আসে। এই মেলা ক্রমেই আরও ভালভাবে আয়োজিত হবে। তাতে এই মেলা ও শহরের সুনাম দেশে বিদেশে দ্রুত ছড়িয়ে পড়বে।