চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ান ছাও ১৭ অক্টোবর পেইচিংয়ে বলেছেন , চীন আশা করছে যে, জাপান ৩দফা অপারমাণবিক নীতি মেনে চলবে এবং উত্তর-পূর্ব এশিয়ার শান্তি ও স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে দায়িত্বশীল মনোভাব গ্রহণ করবে ।
গত ৯ অক্টোবর উত্তর কোরিয়ার দ্বারা পারমাণবিক পরীক্ষা চালোনোর পর জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির মধ্যে এমন অভিমত দেখা দিয়েছে যে , জাপানের পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া উচিত । এ অভিমতের ওপর মন্তব্য করে লিউ চিয়ান ছাও আরো বলেন , চীন আশা করে যে , " পারমাণবিক অস্ত্রের অবিস্তার সংক্রান্ত চুক্তি" স্বাক্ষরকারী দেশ হিসেবে জাপান নিষ্ঠার সংগে চুক্তিটি মেনে চলবে।
জাপানের প্রধানমন্ত্রী আবে শিনজো ও প্রধান কেবিনেট সচিব শিওজাকি ইয়াসুহিসা সম্প্রতি বলেছেন , জাপানের ৩দফা অপারমাণবিক নীতির পরিবর্তন হয় নি ।
উল্লেখ্য যে , জাপান সরকারের ৩দফা নীতি হচ্ছে পারমাণবিক অস্ত্র নির্মাণ না করা , তার অধাকারী না হওয়া এবং তা আমদানি না করা ।
|