চীনের প্রেসিডেন্ট হু চিনথাও ১৭ অক্টোবর পেইচিংয়ে বলেছেন , চীন জাপানের সঙ্গে দুপক্ষের সম্পাদিত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন করতে এবং দুদেশের সুপ্রতিবেশীমূলক বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ককে সুষ্ঠু ও স্থিতিশীলভাবে সামনে নিয়ে যেতে ইচ্ছুক ।
জাপানের সিনেটের স্পীকার মাদাম ওগি চিকাগের সঙ্গে সাক্ষাত করার সময় হু চিনথাও চীন-জাপান সম্পর্কের উন্নতি ও বিকাশের ইতিবাচক মূল্যায়ন করেছেন । তিনি বলেছেন , সিনজো আবে প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ার পর দুপক্ষ দুদেশের সম্পর্কে প্রভাব বিস্তার করার রাজনৈতিক বাধা অতিক্রম করেছে এবং দুদেশের বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক জোরদার করা সম্পর্কে একমত হয়েছে ।
হু চিনথাও বলেছেন, সংসদীয় আদানপ্রদান চীন-জাপানের বন্ধুত্বপূর্ণ আদানপ্রদানের এক গুরুত্বপূর্ণ অংশ । চীনা জাতীয় গণ কংগ্রেস ও জাপানের সিনেটের মধ্যে নির্দিষ্ট আদানপ্রদান ব্যবস্থা দুদেশের বিধান সংস্থার সফর বিনিময়ের জন্যে নতুন ও গুরুত্বপূর্ণ মঞ্চ সৃষ্টি করেছে ।
ওগি চিকাগে বলেছেন , জাপান দুদেশের সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় । সুষম দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা যেমন দুদেশের জনগণের পক্ষে সহায়ক হবে তেমনি এশিয়া তথা বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্য অবদান রাখবে ।
|