v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-10-17 18:48:17    
চীন অন্যান্য উন্নয়নশীল দেশের সঙ্গে দারিদ্র বিমোচনের অভিজ্ঞতা বিনিময় করতে আগ্রহী

cri
    ১৭ অক্টোবর আন্তর্জাতিক দারিদ্র বিমোচন দিবস । এ ক্ষেত্রের সহযোগিতা বাড়ানোর জন্য চীন সরকার ১৬টি উন্নয়নমুখী দেশের পদস্থ কর্মকর্তাদের আমন্ত্রণ জানিয়েছে । চীনের কর্মকর্তারা বলেছেন , চীন অব্যাহতভাবে দারিদ্র বিমোচন ক্ষেত্রে উন্নয়নমুখী দেশগুলোর সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি তাদের সঙ্গে সহযোগিতার বিষয়কেও জোরদার করবে ।

    পৃথিবীর বৃহত্তম উন্নয়নমুখী দেশ হিসেবে চীন দারিদ্র বিমোচনকে বরাবরই গুরুত্ব দেয় । চীনের রাষ্ট্রীয় পরিষদের দারিদ্র বিমোচন কার্যালয়ের প্রধান লিউ চিয়েন বলেছেন , গত শতাব্দীর আশির দশকের মাঝামাঝি সময় থেকে চীন সরকার পরিকল্পনা অনুসারে সমগ্র দেশে দারিদ্র বিমোচনের চেষ্টা চালিয়েছে । ফলে গরীব অঞ্চলের অধিবাসীদের শষ্যের উত্পাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে জীবনের ব্যবস্থার অনেক উন্নতী হয়েছে , পল্লী অঞ্চলের গরীবদের সংখ্যাও অনেক কমেছে । তিনি বলেছেন , ১৯৭৮ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত সময় চীনের পল্লী অঞ্চলের গরীবদের সংখ্যা ২৫ কোটি থেকে দুটি কোটি ৩৬ লাখ ৫০ হাজারে নেমে এসেছে । পল্লী অঞ্চলে গরীবদের সংখ্যা শতকরা ৩০.৭ জন থেকে শতকরা ২.৫ জনে নেমেছে । চীন নির্ধারিত সময়ের আগে জাতি সংঘ সহস্রাব্দীর উন্নয়ন পরিকল্পনায় নির্ধারিত গরীবদের সংখ্যা অর্ধেক কমানোর লক্ষ্য বাস্তবায়ন করেছে ।

    দারিদ্র বিমোচন ক্ষেত্রে চীন অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছে এবং কৃষকদের উত্পাদনের শক্তি বাড়ানোর মাধ্যমে তাদের আর্থিক অবস্থা উন্নত করার পদ্ধতি অন্বেষণ করেছে । চীনে জাতিসংঘ উন্নয়ন পরিষদের প্রতিনিধি খালিদ মালিক মনে করেন , উন্নয়নশীল দেশগুলো চীনের অভিজ্ঞতা থেকে শিখতে পারে । তিনি আরো বলেছেন , গত বিশ-বাইশ বছরে চীনের অর্থনীতি প্রতি বছর ৯ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে । চীনের বিশ কোটি লোকের দারিদ্রতা দূর হয়েছে , মানবজাতির ইতিহাসে এটা বিরল । চীনের অভিজ্ঞতা উন্নয়নশীল দেশগুলোর মধ্যে প্রচার করা উচিত ।

    চীনের দারিদ্র বিমোচন বিভাগের দায়িত্বশীল ব্যক্তি লিউ চিয়েন বলেছেন , চীন উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে দারিদ্র বিমোচনের অভিজ্ঞতা বিনিময় করতে আগ্রহী । গত দু বছরে উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন মেটানোর জন্য চীন বেশ কয়েকবার সংক্ষিপ্ত শিক্ষাকর্ষ খুলেছে । এই সব শিক্ষাকোর্সে চীনের বিশেষজ্ঞরা এশিয়া , আফ্রিকা , লাতিন আমেরিকা ও ওসেনিয়ায় ৩৯টি দেশের প্রায় এক শ'জন সরকারী কর্মকর্তাদের বিস্তারিতভাবে চীনের দারিদ্রমোচনের অভিজ্ঞতা ব্যাখ্যা করেছে । এ ছাড়া চীন বিশ্ব ব্যাংক ও জাতিসংঘ উন্নয়ন পরিষদের সঙ্গে একাধিক আলোচনা সভার আয়োজন করেছে । এই সব আলোচনা সভায় সংশ্লিষ্ট দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উন্নয়নশীল দেশগুলোর দারিদ্রমোচন ও অর্থনৈতিক বৃদ্ধির বিষয় নিয়ে ব্যাপকভাবে আলোচনা করেছেন । উন্নয়নশীল দেশগুলোর দারিদ্র বিমোচন সমস্যা নিষ্পত্তির জন্য পরবর্তীকালে চীন অব্যাহতভাবে চেষ্টা চালাবে ।

    লিউ চিয়েন বলেছেন , চীন অব্যাহতভাবে উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে সমাজ উন্নয়ন ও দারিদ্র বিমোচনের অভিজ্ঞতা বিনিময় করতে আগ্রহী । চীন উন্নয়নশীল দেশগুলোর গরীবদের সংখ্যা কমানোর চেষ্টাকে সমর্থন করবে , উন্নয়নশীল দেশগুলো ও আন্তর্জাতিক সংস্থার মধ্যে বিনিময় ও সহযোগিতা বাড়ানোর প্ল্যাটফর্ম সৃষ্টি করবে এবং তাদের দারিদ্র বিমোচনেরপরিকল্পনা প্রণয়নে সাহায্য দেবে ।

    উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য করার জন্য চীন তাদেরকে দারিদ্র বিমোচনের অভিজ্ঞতা ব্যাখ্যা ছাড়াও চীনে পরিদর্শন করার জন্য তাদের আমন্ত্রণ জানাবে । চীন অনিয়মিতভাবে দারিদ্র বিমোচন সম্পর্কিত আলোচনা সভা আয়োজন করবে এবং উন্নয়নশীল দেশগুলোর অনুরোধে সেই সব দেশে চীনা বিশেষজ্ঞ পাঠাবে ।