"চীনের তিব্বত সংস্কৃতি সপ্তাহ ২০০৬" ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত অস্ট্রিয়ায় অনুষ্ঠিত হবে । চীনের জাতীয় গণ কংগ্রেসের ভাইস চেয়ারম্যান রাইদি ও অস্ট্রিয়ার সংসদের স্পীকার আন্ড্রিয়াস কোল এর জন্য অভিনন্দন বানী পাঠিয়েছেন ।
রাইদি এই বানীতে বলেছেন , তিব্বতী জনগণ তিব্বতের উজ্জ্বল সংস্কৃতি সৃষ্টি করেছেন । এই সংস্কৃতি চীনের বহুজাতীয় সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ । আস্ট্রিয়ায় তিব্বত সংস্কৃতি সপ্তাহের আয়োজন তিব্বতের শ্রেষ্ঠ ঐতিহ্যিক সংস্কৃতি সম্বন্ধে অস্ট্রিয়া জনগণের উপলব্ধি বাড়াবে , এর মাধ্যমে দু'দেশের জনগণের যোগাযোগও জোরদার হবে এছাড়া বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের সহযোগিতা ও যোগাযোগও জোরদার হবে ।
কোল বানীতে বলেছেন , তিনি অস্ট্রিয়া-চীন কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৩৫তম বার্ষিকী উপলক্ষে তিব্বত সংস্কৃতি সপ্তাহের আয়োজনের জন্য আনন্দ বোধ করেন । তিনি আশা করেন অস্ট্রিয় জনগণ এ সংস্কৃতি সপ্তাহের মাধ্যমে চীনের তিব্বতকে ভালোভাবে জানতে পারবে ।
|