ষষ্ঠ আন্তর্জাতিক স্থাপত্য ডিজাইন ও শহুরে পরিকল্পনা সংক্রান্ত প্রদর্শনী আগামী ১৮ অক্টোবর চীনের শাংহাইতে অনুষ্ঠিত হবে ।
এবারের প্রদর্শনীর মূল প্রতিপাদ্য হচ্ছে স্থাপত্যে শহুরে সংস্কৃতির প্রতিফলন ও সৃজনশীলতা । আধুনিক স্থাপত্যের সাংস্কৃতিক সারগর্ভ ও উন্নয়ন বাড়ানো এবং শহর নির্মাণ ক্ষেত্রের সাংস্কৃতিক মান উন্নত করার জন্যে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে । প্রদর্শনী চলাকালে জার্মানী , ক্যানাডা প্রভৃতি দেশের সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানগুলো শহুরে পরিকল্পনা ও বাণিজ্যিক স্থাপত্যের ক্ষেত্রে বিভিন্ন দেশের সাফল্য দেখাবে । তখন আন্তর্জাতিক স্থপতিদের ফোরামও অনুষ্ঠিত হবে ।
প্রদর্শনীটি আগামী ২০ অক্টোবর পর্যন্ত চলবে ।
|