চীনের প্রেসিডেন্ট হু চিন থাও বলেছেন , চীনারা লং মার্চের মর্মকথা প্রসারিত করে নতুন কৃতিত্ব স্থাপন করবেন । গত সোমবার সন্ধ্যায় পেইচিংয়ে অনুষ্ঠিত " চীনের শ্রমিক-কৃষক লাল ফৌজের লং মার্চের ৭০তম বিজয় বার্ষিকীর প্রদর্শনী" পরিদর্শনের সময় তিনি এ কথা বলেছেন ।
প্রদর্শনীটিতে ৫৮২টি চিত্র ও ৪৪০টি পুরাকীর্তির মাধ্যমে চীনের লাল ফৌজের লং মার্চের গতিধারা তুলে ধরা হয়েছে ।
পরিদর্শনের সময় হু চিন থাও বলেছেন , ৭০ বছর আগে চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্বে লাল ফৌজ লং মার্চ সম্পন্ন করে চীনের পার্টি, সেনাবাহিনী ও চীনা জাতির ইতিহাসে সুউজ্জ্বল অধ্যায়ের সূচনা করেছে । লং মার্চের মর্মকথা হচ্ছে বাধা-বিপত্তি অতিক্রম করা এবং সাহসের সংগে সামনে এগিয়ে যাওয়ার ব্যাপারে চীনাদের অনুপ্রাণিত করার এক প্রবল চালিকা শক্তি ও মূল্যবান সম্পদ ।
উল্লেখ্য যে , জাপানী আগ্রাসন প্রতিরোধ করতে এবং দেশের ভেতরে সামরিক শক্তিগুলোর মধ্যে অপ্রয়োজনীয় সংঘর্ষ এড়াতে জন্যে চীনের লাল ফৌজ ১৯৩৪ সাল থেকে ১৯৩৬ সাল পর্যন্ত দু বছরের মধ্যে শত্রু বাহিনীর আক্রমণ ও দুরুহ প্রাকৃতিক পরিবেশের মুখে চীনের ১৪টি প্রদেশে লড়াই চালিয়ে এবং ১২ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে লাল ফৌজের প্রধান সামরিক শক্তিকে নিরাপদ উত্তর-পশ্চিমাঞ্চলে স্থানান্তর করেছে ।
|