চীনের রাষ্ট্রীয় পরিষদের দারিদ্র্য-বিমোচন ও উন্নয়ন সংক্রান্ত কার্যালয়ের মহাপরিচালক লিউ চিয়ান ১৭ অক্টোবর পেইচিংয়ে বলেছেন , চীন বিভিন্ন দেশের সংগে সামাজিক বিকাশ ও দারিদ্র্য-বিমোচনের অভিজ্ঞতা ভোগ করতে এবং বহু ক্ষেত্র ও স্তরের সহযোগিতা চালাতে ইচ্ছুক ।
একই দিন অনুষ্ঠিত " উন্নয়নশীল দেশগুলোর দারিদ্র্য-বিমোচন বিভাগের উর্ধতন কর্মকর্তদের এক সেমিনারের" উদ্বোধনী অনুষ্ঠানে লিউ চিয়ান আরো বলেন , দারিদ্র্য প্রশমন হচ্ছে চীন সহ উন্নয়নশীল দেশগুলোর সামনে এক দুরুহ কর্তব্য । নিজ নিজ প্রচেষ্টা জোরদার করা ছাড়া একে অপরের অভিজ্ঞতা আহরণ করাও এ কর্তব্য সম্পাদনের ক্ষেত্রে এক কার্যকর উপায় । চীন আশা করছে যে, ভবিষ্যতে উন্নয়নশীল দেশগুলো তাদের সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত করবে এবং শেষ পর্যন্ত সারা বিশ্বের দারিদ্র্য-বিমোচনের প্রক্রিয়া ত্বরান্বিত এবং সম্মিলিতভাবে সম্প্রীতিময় বিশ্ব গড়ে তোলার ক্ষেত্রে অবদান রাখবে ।
১৬টি উন্নয়নমুখী দেশের কর্মকর্তারা এ সেমিনারে অংশ নিয়েছেন ।
|