তাইওয়ান প্রণালীর দু পাশের কৃষি সহযোগিতা ফোরাম ১৭ অক্টোবর হাইনান প্রদেশের পোও আওয়ে শুরু হয়েছে । ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির চেয়ারম্যান চিয়া ছিং লিন দু পাশের কৃষির বিনিময় ও সহযোগিতা ত্বরাত্বিত করার লক্ষ্যে চারদফা প্রস্তাব উত্থাপন করেছেন ।
চিয়া ছিং লিনের চারদফা প্রস্তাব হচ্ছে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে তাইওয়ান প্রণালীর দু পাশের কৃষি সহযোগিতার পরিবেশ ও অবস্থা উন্নত করা , সুপরিকল্পিতভাবে দু পাশের কৃষি সহযোগিতার গভীরতা ও ব্যাপকতা প্রসারিত করা , বাস্তবভাবে দু পাশের কৃষকদের স্বার্থ সংরক্ষণ করা এবং দূরদর্শীতার সংগে দু পাশের কৃষি সহযোগিতা ব্যবস্থা চালু ও সুসংগত করা ।
ফোরামে অংশগ্রহণকারী চীনের কোমিনটাং পার্টির অনারারী চেয়ারম্যান লিয়ান চান বলেছেন , দু পাশের কৃষি সহযোগিতা জোরদার করার উদ্যোগ দু পাশের কৃষির প্রতিযোগিতামূলক শক্তির বৃদ্ধি এবং গোটা অর্থনীতির উন্নয়নের পক্ষে হিতকর হবে ।
|