চীন-আফ্রিকা সহযোগিতা ফোরাম নভেম্বর মাসের প্রথম দিকে পেইচিংয়ে অনুষ্ঠিত হবে । চীন-আফ্রিকা সহযোগিতা ফোরাম চীন-আফ্রিকা উন্নয়নে যে ইতিবাচক ভূমিকা পালন করেছে এর আগের দিন কেনিয়ার বাণিজ্য-শিল্পমন্ত্রী মুখিসা কিতুই তার ভূয়সী প্রশংসা করেছেন ।
তিনি বলেছেন, চীন ও আফ্রিকার মধ্যে সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ । চীন-আফ্রিকা ফোরাম দুপক্ষের জন্যেমতবিনিময় করার এক মঞ্চ সৃষ্টি করেছে । পরস্পরের কাছ থেকে শেখার মাধ্যমে উন্নয়নশীলদেশগুলো আরও শক্তিশালী হতে পারবে ।
কিতুই আরও বলেছেন , এবারের ফোরামে দুপক্ষ দোহা রাউন্ড বৈঠক ত্বরান্বিত করা বিষয় নিয়ে আলোচনা করবে । তিনি বলেছেন , আর্থ-বাণিজ্য ছাড়া ফোরামটি সংস্কৃতি, শিক্ষা, ক্রীড়া প্রভৃতি ক্ষেত্রে দুপক্ষের মতবিনিময় ও সহযোগিতার জন্যে সুযোগ সৃষ্টি করবে ।
|