চীনের বাণিজ্যমন্ত্রী পো সিলাই চীনের রপ্তানী পন্য মেলা অর্থাত কুয়াংচৌ পন্যমেলায় অংশ নেওয়ার সময় বলেছেন, ১০১তম পন্যমেলা থেকে কুয়াংচৌ পন্য মেলার নাম " চীনের আমদানী-রপ্তানী পন্যমেলায়" পরিবর্তিত হবে । এথেকে প্রমাণিত হয়েছে যে, চীন আমদানি-রপ্তানি বাণিজ্যের ভারসাম্য বাস্তবায়নের চেষ্টা করছে এবং পন্যমেলার আকার ও প্রভাব দুই-ই সম্প্রসারিত হবে ।
পো সিলাই বলেছেন , গত ৫০ বছরে কুয়াংচৌ পন্যমেলা কখনো বন্ধ হয়নি । এই মেলা এখন চীনের এক বিখ্যাত মেলায় পরিণত হয়েছে এবং সারা বিশ্বে প্রভাব বিস্তার করেছে । এখন বছরে দুবারের কুয়াংচৌ পন্যমেলার মোট বিক্রয়মূল্য ৬০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে । প্রতিটিমেলায় প্রায় ২ লাখ বিদেশী ব্যবসায়ী অংশগ্রহণ করতে আসেন । নাম পরিবর্তন করার পর আরও অনেক আন্তর্জাতিক ব্যবসায়ী কুয়াংচৌ পন্যমেলায় আসবেন । অনুমান করা হচ্ছে , কুয়াংচৌ পন্যমেলার ভবিষ্যত অত্যন্ত উজ্জ্বল ।
চীনের রাষ্ট্রীয় পরিষদ ১৫ অক্টোবর ঘোষণা করেছে , চীনের রপ্তানি পন্য মেলার নাম ১০১তম মেলা থেকে আনুষ্ঠানিকভাবে " চীনের আমদানী-রপ্তানী পন্যমেলায়" পরিবর্তনহবে । এই সিদ্ধান্ত দেশি-বিদেশী ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করেছে ।
|