চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়েনছাও ১৭ অক্টোবর বলেছেন , গত শতাব্দীর ৯০ দশকে চীন-উত্তর কোরিয় সীমান্তে স্বাভাবিক প্রতিরক্ষামূলক নির্মাণকাজ শুরু হয়েছে । তাই এই কাজকে কোরীয় উপদ্বীপের বর্তমান পরিস্থিতির সঙ্গে জড়িত করা উচিত নয় ।
৯ অক্টোবর উত্তর কোরিয়া পরমাণু পরীক্ষা চালিয়েছে । এর পর সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে , চীন দুদেশের সীমান্তে দেয়াল তৈরী শুরু করেছে ।
পেইচিংয়ে এক সংবাদ সম্মেলনে মুখপাত্র লিও চিয়েনছাও বলেছেন , সীমান্ত এলাকা নিয়ন্ত্রণ ব্যবস্থা উন্নত করা এবং সীমান্ত এলাকার শৃঙখলা রক্ষার জন্যে গত শতাব্দীর ৯০ দশকে চীন প্রাসঙ্গিক সীমান্ত প্রতিরক্ষা নির্মাণ পরিকল্পনা অনুযায়ী চীন-উত্তর কোরিয়া সীমান্ত সহ স্থলভূভাগের সীমান্তে পরিকল্পিতভাবে তারের জাল ও সড়কনির্মানের কাজ শুরু করেছে । এটা স্বাভাবিক নির্মাণ তত্পরতা ।
|