v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-10-17 17:57:36    
চীন বই , সি ডি , ভিসিডি ও সফ্ট ওয়ারের জাল কপি প্রতিরোধের ব্যবস্থা নিচ্ছে

cri
    বই , সি ডি , ভিসিডি ও সফ্টওয়ারের জাল কপি বিরোধী অভিযানকে সমর্থন করার জন্য সম্প্রতি চীনের বিভিন্ন মহলের ব্যক্তি পেইচিংয়ে এক স্বাক্ষরদান অনুষ্ঠান আয়োজন করেছেন । ১৫ জুলাই থেকে চীনের প্রেস ও প্রকাশনা প্রশাসন , জাতীয় গ্রন্থ স্বত্ব ব্যুরো , গণ নিরাপত্তা মন্ত্রণালয় ও জাতীয় শিল্প ও বাণিজ্য ব্যুরো প্রভৃতি বিভাগের উদ্যোগে জাল কপির বিরুদ্ধে এই অভিযান চালিয়েছে । এই অভিযান ২৫ অক্টোবর পর্যন্ত চালানো হবে । প্রতি বছরই চীন সরকার জাল কপি প্রতিরোধের ব্যবস্থা নেয় । এ বছর বিভিন্ন সরকারী সংস্থা জাল কপির বিরুদ্ধে যে অভিযান চালিয়েছে , তার আকার সবচেয়ে বড়।

    চেন তা আন্তর্জাতিক সংগীত স্টুডিও-র জেনারেল ম্যানেজার চিয়াং লিন স্বাক্ষরদান অনুষ্ঠানে বলেছেন কয়েক বছর আগে ১২টি ছোট ছোট সি ডি কোম্পানি মিলিতভাবে স্টেডিয়ামে জাল কপি বিরুদ্ধে একটি সভা আয়োজন করেছিল । আজ সরকার জাল কপি প্রতিরোধেরক্ষেত্রে সামনের লাইনে এসে দাড়িয়ে আমাদের সঙ্গে মিলিতভাবে প্রচেষ্টা চালাচ্ছে । এতে আমরা বিপুলভাবে অনুপ্রাণীত হয়েছি । আমরা সি ডি তৈরীর কাজ করি , তাই জাল কপির অনেক তথ্য জানি , এ ক্ষেত্রে আমরা সরকারের সঙ্গে সহযোগিতা করতে পারি ।

    চীনের বিখ্যাত নারী লেখক সুই খুনও স্বাক্ষরদান অনুষ্ঠানে অংশ নিয়েছেন । সুই খুনের লেখা গল্প ও উপন্যাস জাপানী , ইংরাজী ও জার্মানী ভাষায় অনুদিত হয়েছে । আমাদের সংবাদদাতাকে দেয়া এক সাক্ষাত্কারে সুই খুন বলেছেন , ব্যক্তি হিসেবে জাল কপির প্রতি আমি নিরুপায় মনে করি । কারণ একজন লোকের শক্তি অত্যন্ত সীমিত । এবার সরকারের উদ্যোগে যে জাল কপি প্রতিরোধের অভিযান চালানো হয়েছে , তা' আমাদের প্রতি এক বড় সমর্থন । আশা করি সরকার অব্যাহতভাবে জাল কপির বিরুদ্ধে অভিযান চালাবে এবং মেধাস্বত্ব রক্ষার বাস্তব ব্যবস্থা নেবে ।

    পেইচিং , নানচিং ও কুয়াং চৌসহ চীনের কয়েকটি বড় বড় শহরের একটি পরিসংখ্যান থেকে জানা গেছে , জুলাই মাসে চীনের সিডির আসল কপির বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশ বেড়েছে । এ বছর চীনের বিভিন্ন জায়গায় মোট ৮০ লাখ বই , সিডি ও ভিসিডির জালকপি আটক করা হয়েছে এবং দু শ'টিরও বেশী জালকপি কেনাবেচা মামলা উদ্ঘাটন ও নিষ্পত্তি করা হয়েছে ।

    লেনোভো গোষ্ঠী হলো চীনের এক বিখ্যাত আই টি শিল্পপ্রতিষ্ঠান । স্বাক্ষরদান অনুষ্ঠানে এই গোষ্ঠীর উপপ্রধান মাদাম পাই হুই মিন বলেছেন , এ বছরের জানুয়ারী মাস থেকে জুন মাস পর্যন্ত সময় আমরা কম্পিউটার বিক্রির সঙ্গে সঙ্গে ২০ লাখ আসল সফ্টওয়ার কপি বিক্রি করেছি । এ সংখ্যা আগের চেয়ে কয়েকগুণ থেকে দশ-বারো গুণ বেশি । আমরা আনন্দের সঙ্গে লক্ষ্য করেছি ,বাজারে ক্রমেই আরো বেশি কম্পিউটার বিক্রি ব্যবসায়ী কম্পিউটারের সফ্টওয়ারের আসল কপি ব্যবহার করছেন । আমরা সরকারের আহ্বানে সাড়া দিয়ে আসল কপি ব্যবহার ও বিক্রির ধারণা সৃষ্টির প্রচেষ্টা চালাবো ।

    পেইচিংয়ের নিয়াও রেন শিল্পকলা কোম্পানির ডিরেক্টর জেনারেল চৌ ইয়া পিং আমাদের সংবাদদাতাকে বলেছেন , নিজের মেধা স্বত্ব রক্ষার সঙ্গে সঙ্গে আমরা মেধা স্বত্ব রক্ষা ক্ষেত্রে চীনের অগ্রগতি লক্ষ্য করেছি । বিশেষ করে , মেধা স্বত্ব রক্ষা আইনবিধি প্রণয়ন ও কার্যকরী ক্ষেত্রের অগ্রগতি লক্ষণীয়। আমি মনে করি সমাজে অন্য লোককে সম্মান প্রদশর্নের চেতনা সৃষ্টি করতে হবে। ঠিক যেন অন্য লোকের ধনসম্পত্তির প্রতি সম্মান প্রদশর্নের মতো অন্যের মেধা স্বত্বের প্রতিও সম্মান প্রদশর্ন করতে হবে ।

    চীনের প্রেস ও প্রকাশনা প্রশাসনের প্রধান , চীনের জাতীয় গ্রন্থ স্বত্ব অধিদপ্তরের প্রধান লুন সিন মিন বলেছেন , চীনে গ্রন্থস্বত্ব ব্যবস্থা প্রতিষ্ঠার ইতিহাস দীর্ঘ নয় , তাই নাগরিকদের মনে গ্রন্থ স্বত্বের ধারণা দৃঢ নয় । জাল কপি ব্যবসার মুনাফা বেশি । তাই কোনো কোনো অঞ্চলে এখনও জাল কপির কেনা-বেচা খুব বেশী । চীনে গ্রন্থস্বত্ব রক্ষা সংক্রান্ত আইনবিধি পরিপূর্ণ করা , মেধা স্বত্ব অধিকার রক্ষা আর গ্রন্থস্বত্ব রক্ষার ব্যবস্থা প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ বাস্তব তাত্পর্য আছে ।