 শ্রীলংকার সামরিক বাহিনীর মুখপাত্র ১৬ অক্টোবর বলেছেন, এ দিন উত্তর-পূর্ব শ্রীলংকার ট্রিনকোমালি জেলায় শ্রীলংকার নৌবাহিনীর গাড়ি বহরে ভয়াবহ বোমা বিস্ফোরণ ঘটনো হয়েছে। এতে কমপক্ষে ৯২জন নিহত হয়েছে।

শ্রীলংকার সামরিক বাহিনীর মুখপাত্র প্রসাদ সামারাসিংহ বলেছেন, এ দিন একটি বিস্ফোরকবাহী ছোট ট্রাক ট্রিনকোমালিতে শ্রীলংকার নৌবাহিনীর গাড়িবহরে ঢুকে বিস্ফোরণ ঘটায়। এতে শ্রীলংকা নৌবাহিনীর ১৫টি গাড়িতে কমপক্ষে ৯২জন নিহত এবং ১৫০ জনের বেশী আহত হয়। ট্রাক চালক ঘটনাস্থলেই নিহত হয়। শ্রীলংকার সামরিক বাহিনী বলেছে, এটা হচ্ছে সরকার বিরোধী তাইমিল টাইগারদের আত্মঘাতী হামলা।
|