ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী আমির পেরেজ ১৬ অক্টোবর বলেছেন , ইসরাইল দু'সপ্তাহের মধ্যে জর্দান নদীর পশ্চিম তীরের অবৈধ ইহুদি আবাসিক এলাকা উঠিয়ে দেবে ।
পেরেজ সেদিন সংসদের পররাষ্টু্র ও প্রতিরক্ষা কমিশনে এক ভাষণে বলেছেন , তিনি বসাবাসকারীদের দু'সপ্তাহ সময় দেবেন । তিনি আশা করেন , তারা নিজেরাই সেখান থেকে চলে যাবে । যদি না যায় , তাহলে এসব অবৈধ আবাসিক এলাকা উঠিয়ে দেয়া হবে ।
গত সপ্তাহে পেরেজ ইসরাইলী বাহিনীকে তাড়াতাড়ি এসব আবাসিক এলাকা উঠিয়ে দেয়া এবং এক বিস্তারিত পরিকল্পনা দেয়ার আদেশ দিয়েছিলেন ।
|