চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনেরজাতীয় কমিটির চেয়ারম্যান চিয়া ছিং লিন ১৬ অক্টোবর পেইচিংয়ে বলেছেন , চীন ও জাপানের উচিত আগামী এক সময়পর্বের সম্পর্ক উন্নয়ন সম্বন্ধে সার্বিক পরিকল্পনা পণয়ন করা ।
সফররত জাপানের সিনেটের স্পীকার ওগি চিকাগের সংগে সাক্ষাতকালে চিয়া ছিং লিন আরো বলেন , চীন ও জাপানের উচিত শীর্ষ পর্যায়ের সফর বিনিময় জোরদার করা এবং অভিন্ন স্বার্থের কথা বিবেচনা করে জ্বালানীর সাশ্রয় , প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও উচ্চ বিজ্ঞান ও প্রযুক্তির মত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে মাঝারী ও দীর্ঘকালীন অর্থনৈতিক সহযোগিতার পরিকল্পনা প্রণয়ন করা যাতে দু দেশের অর্থনৈতিক সম্পর্ককে এক উচ্চতর স্তরে উন্নীত করা যায় । একই সময় দু দেশের মধ্যে সংস্কৃতি, শিক্ষা , পর্যটন , যুব সম্প্রদায় প্রভৃতি ক্ষেত্রে আদান-প্রদান সম্প্রসারণ করা উচিত এবং দু দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে বিনিময় ও নিরাপত্তা সংক্রান্ত সংলাপ জোরদার করা উচিত ।
ওগি বলেছেন , জাপান চীনের সংগে মিলে বিভিন্ন স্তরের যোগাযোগ জোরদার করতে , পারস্পরিক আস্থা বাড়াতে এবং বিভিন্ন ক্ষেত্রের বিনিময় প্রসারিত করতে ইচ্ছুক যাতে জাপান-চীন সম্পর্ক আরো উচ্চ পর্যায়ে উন্নীত হতে পারে ।
|