এ বছর হচ্ছে চীন ও অস্ট্রিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের৩৫তম বার্ষিকী এবং অস্ট্রীয় সরকার নির্ধারিত চীন বর্ষ । এ উপলক্ষে আগামী ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত অস্ট্রিয়ায় " চীনের তিব্বতী সংস্কৃতি সপ্তাহ২০০৬ " অনুষ্ঠিত হবে ।
এবারের সপ্তাহ চলাকালে তিব্বতী নাচ গানের পরিবেশন ও তিব্বত বিদ্যা বিনিময়ের মাধ্যমে অস্ট্রীয় জনগণের সামনে সর্বতোভাবে তিব্বতের সুপ্রাচীন ও সমৃদ্ধ সংস্কৃতি ও অনন্য সাধারণ চালচলন তুলে ধরা হবে ।
জানা গেছে , সপ্তাহ চলাকালে এক প্রদর্শনীতে তিব্বত সম্পর্কিত দু শ'রও বেশি চিত্র দেখানো হবে ।
উল্লেখ্য যে , ২০০১ সালের পর এটি হবে চীনের উদ্যোগে বিদেশে আয়োজিত ষষ্ঠ তিব্বতী সাংস্কৃতিক তত্পরতা ।
|