চীনের বিমান শিল্পের দ্বিতীয় কোম্পানির ম্যানেজার জেনারেল চাং হুং পিয়াও ১৬ অক্টোবর পেইচিংয়ে জানিয়েছেন , বাজারের এক ভবিষ্যদ্বাণী অনুসারে ২০০৬ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত চীনে ৭২৬৩টি বেসামরিক হেলিকপ্টারের দরকার পড়বে ।
চাং হুং পিয়াও বলেছেন , চীনের হেলিকপ্টার শিল্পের প্রধান শক্তি হিসেবে চীনের বিমান শিল্পের দ্বিতীয় কোম্পানি আগামী ১৫ বছরের মধ্যে হেলিকপ্টার নির্মাণের কেন্দ্রীয় প্রযুক্তি আয়ত্ত করবে এবং হেলিকপ্টার শিল্পকে চীনের জাতীয় অর্থনীতিতে অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন ক্ষেত্রে পরিণত করার চেষ্টা করবে ।
চাং হুং পিয়াও বলেছেন , বিশ্ব মানের তুলনায় চীনের হেলিকপ্টারের সংখ্যা ও ব্যবহার এখনো নিম্ন পর্যায়ে রয়েছে । সর্বাত্মক মুনাফা আদায়ের জন্যে পৃথিবীর কিছু হেলিকপ্টার নির্মাতারা পুরোদ্যমে কৌশল প্রণয়ন করে চীনের বাজারে প্রবেশের চেষ্টা করছে ।
|