চীনের উপপ্রধানমন্ত্রী হুই লিয়াংইয়ু ১৫ অক্টোবর সাংহাই শহরে বলেছেন , চীন সরকার সর্বোচ্চ শক্তি দিয়ে সাংহাই ২০০৭ সালের গ্রীষ্মকালীন বিশ্ব বিশেষ অলিম্পিক গেমস সমর্থন করবে ।
২০০৭ সাল সাংহাই বিশ্ব বিশেষ অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির অধিবেশন এবং বিভিন্ন দেশের প্রতিনিধি দলের নেতাদের অধিবেশনে হুই লিয়াংইয়ু বলেছেন , বিশ্ব বিশেষ অলিম্পিক গেমস ভিন্ন দেশ , ভিন্ন জাতি , ভিন্ন ত্বক ও ভিন্ন সংস্কৃতির প্রতিবন্ধীদের যোগাযোগ ও আদানপ্রদানের এক মঞ্চ। তার প্রস্তাবিত "সাহসের সঙ্গে চেষ্টা করে বিজয় অর্জন করো"বিশেষ অলিম্পিক গেমসের এই মনোবল ক্রীড়া প্রতিযোগিতাকে অনেক ছাড়িয়ে গেছে । আন্তর্জাতিক বিশেষ অলিম্পিক গেমস ও বিভিন্ন প্রতিনিধি দলের সমর্থন ও সহযোগিতায় সাংহাই শহর অবশ্যই সারা বিশ্বেরকাছে এক নিপূণ ও স্মরণীয়বিশেষ অলিম্পিক গেমস তুলে ধরবে । তিনি বিভিন্ন বিভাগের উদ্দেশ্যে মনোযোগের সঙ্গে বিশেষ অলিম্পিক গেমসের আয়োজন করে বিকলাঙ্গদের সহায়ক বিভিন্নউন্নয়ন ত্বরান্বিত করার আহবান জানিয়েছেন ।
উল্লেখ্য, বিশ্ব বিশেষ অলিম্পিক গেমস হল আন্তর্জাতিক বিশেষ অলিম্পিক কমিটি সারা বিশ্বের প্রতিবন্ধীদের জন্যে স্থাপিত গেমস । দ্বাদশ বিশ্ব বিশেষ অলিম্পিক গেমস ২০০৭ সালের অক্টোবর মাসে চীনের সাংহাই শহরে অনুস্ঠিত হবে ।
|