চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও ১৫ অক্টোবর কুয়াংচৌ শহরে চীনের শততম রপ্তানি পণ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন , চীন অবিচল উন্মুক্তদ্বার নীতি পালন করবে এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দেশের সঙ্গে আদানপ্রদান ও সহযোগিতা চালাবে ।
ওয়েন চিয়াপাও বলেছেন , বৈদেশিক উন্মুক্তদ্বারনীতি পালন করা চীনের আধুনিকায়ন বাস্তবায়নের এক অনিবার্য পথ । এটা যেমন চীনের উন্নয়ন তেমনি বিশ্বের জন্যও কল্যাণকর । চীন বিশ্ববাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী বাজারের উন্মুক্ততা সম্প্রসারিত করবে । সক্রিয়ভাবে বিশ্বজুড়েবহুপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থা গড়ে তুলতে অংশ নেবে । একই সঙ্গে চীন দ্বিপক্ষীয় অর্থবিনিয়োগ সমর্থন করবে , বৈদেশিক অর্থ ব্যবহারের গুণগতমান উন্নত করবে , উন্নতমানের প্রকৌশল ও ব্যবস্থাপনার অভিজ্ঞতা আমদানি করবে , বিদেশ সম্পর্কিত অর্থনৈতিক আইনবিধি নিখুঁত করবে , মেধাস্বত্ত্ব রক্ষা সম্পর্কিত রাষ্ট্রীয় নীতি কার্যকরী করবে , সুষম প্রতিদ্বন্দ্বীপরিবেশ সৃষ্টি করার চেষ্টা চালাবে এবং আইন অনুযায়ী বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও ব্যক্তিদের বৈধ স্বার্থ রক্ষা করবে ।
ওয়েন চিয়াপাও উল্লেখ করেছেন, ১৯৫৭ সাল থেকে এপর্যন্তকুয়াংচৌ পণ্যমেলা চীনের দীর্ঘতম ও বৃহত্তম ও বারোয়ারিমেলায় পরিণত হয়েছে । আমদানি -রপ্তানি বানিজ্যের ভারসাম্য জোরদার করে আমদানি সম্প্রসারিত করার জন্যে চীন সরকার আগামী ১০১তম মেলা থেকে কুয়াংচৌ পণ্যমেলাকে চীনের আমদানি-রপ্তানি পণ্য মেলায় পরিবর্তন করবে ।
|