চীনের জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা নীতি অব্যাহতভাবে কার্যকর করা হচ্ছে। চলতি বছর থেকে, গ্রামীন পরিবার পরিকল্পনার পরিবার পুরস্কার ও সাহায্য ব্যবস্থা এবং 'কম জন্ম ও দ্রুত ধনী' প্রকল্প চীনের গ্রামীণ অঞ্চলে বাস্তবায়ন করা হবে।
দক্ষিণ-পশ্চিম চীনের খুনমিং শহরে অনুষ্ঠিত সংশ্লিষ্ট সম্মেলনে এ খবর প্রকাশ করা হয়েছে।
জানা গেছে, ২০০৪ সাল থেকে চীন গ্রামীণ পরিবার পরিকল্পনা পরিবারকে পুরস্কার ও সাহায্য ব্যবস্থা এবং 'কম জন্ম ও দ্রুত ধনী' প্রকল্প পরীক্ষা মূলকভাবে চালিয়েছে। দু'বছরে এই নীতি কার্যকর করা হয়েছে এবং চীনের কৃষকদের উত্সাহ দিয়ে পরিবার পরিকল্পনা, মেনে চলতে উদ্ধ্বদ্ধ করে গ্রামীণ জনসংখ্যার দ্রুত বৃদ্ধি নিয়ন্ত্রণ করা হয়েছে।
|