চীনের গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান চিয়া ছিংলিন ১৬ অক্টোবর পেইচিংয়ে বলেছেন, গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের বৈশিষ্ট্য পুরোপুরিভাবে পালন করতে হবে। যাতে কার্যকরভাবে সমাজতান্ত্রিক সুষম সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে পরিসেবা করা যায়।
গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনেরস্ট্যান্ডিং কমিটির অধিবেশনের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন। তিনি বলেন, গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের উন্নয়নকে প্রধান কাজ হিসেবে বিবেচনা করা উচিত। যাতে অর্থনীতির সমন্বিত উন্নয়ন ত্বরান্বিত করা যায়। তাছাড়া, এমন ব্যবস্থা তৈরীর চেষ্টা করতে হবে। যাতে সমাজের ন্যায় পরায়নতা সুনিশ্চিত এবং সুষম সংস্কৃতির বিচাশ ত্বরান্বতি করা যায়। তিনি বলেন, সমাজের বিভিন্ন মহলের শক্তি সুসংহত করতে হবে, যা সামাজিক শক্তি ও সংহতি ত্বরান্বিত করতে অবদান রাখবে।
|