v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-10-16 16:32:14    
১৬ অক্টোবর ক্রীড়া সংবাদ

cri

    ১৯ সেপ্টেম্বর পেইচিং অলিম্পিক গেমসের সংগঠনিক কমিটি প্রথমে চীনে বিদেশী রাষ্ট্রদূতদের কাছে অলিম্পিক গেমসের প্রস্তুতি অবস্থা ব্যাখ্যা করেছে। পেইচিং অলিম্পিক গেমসের সংগঠনিক কমিটির চেয়ারম্যান লিউ ছি এক ভাষণে জোর দিয়ে বলেছেন, ২০০৮ সাল অলিম্পিক গেমসের প্রস্তুতি কাজে চীন বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ব্যাপক সহযোগিতা জোরদার করতে, বিভিন্ন দেশের জনগণের মৈত্রী বাড়াতে, বিশ্বের স্থায়ী শান্তি ত্বরান্বিত করতে ও সম্প্রীতি বিশ্ব প্রতিষ্ঠা করতে ইচ্ছুক।

লিউ ছি পেইচিং অলিম্পিক গেমসের সংগঠনিক কমিটির পক্ষ থেকে বিভিন্ন বিদেশী রাষ্ট্রদূতের কাছে পেইচিং অলিম্পিক গেমসকে সমর্থনের জন্যে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, চীন সরকার ও জনগণ পেইচিং অলিম্পিক গেমসের ওপর গুরুত্ব দেন এবং সমর্থন করেন, একবার বৈশিষ্ট্য ও উচ্চ পর্যায়ের অলিম্পিক গেমস আয়োজন করবেন।

'অলিম্পিক গেমসের সঙ্গে ২০০৮ সালে প্রবেশ করা' নামক নবম পেইচিং আন্তর্জাতিক পর্যটন সংস্কৃতি উত্সব ২২ থেকে ২৫ সেপ্টেম্ব পেইচিংয়ে অনুষ্ঠানরত। উদ্যেক্ত পক্ষ ব্যাখ্যা করেছে, এবারের উত্সবে সাতটি বৈশিষ্ট্য সংস্কৃতিক প্রদর্শন ও বিনিময় তত্পরতা অনুষ্ঠিত হবে।

খবরে প্রকাশ, তখন বিভিন্ন দেশের পুরুষ ও মহিলারা রংবেরংয়ের পোষাক পড়ে সড়ক প্রদক্ষিণের মাধ্যমে তাদের জাতীয় সংস্কৃতিকে তুলে ধরেছে। এতে মোট ২৩টি বিদেশ, ৩৩টি অঞ্চল ও চীনের আটটি বেসরকারী পরিবেশিত দলের ২হাজার ৫শোরও বেশি লোক অংশ নিয়েছেন। ২৪ সেপ্টেম্বর সকালে এ পরিবেশন অনুষ্ঠিত হয়েছে।

    ১৪ থেকে ১৫ অক্টবর পর্যন্ত, 'পঞ্চম পেইচিং নাগরিকের বাগানে ভ্রমণের মাধ্যমে বিদেশী ভাষা বিনিময়' তত্পরতা পেইচিং শহরের শ্রমজীবী সংস্কৃতি ভবনে অনুষ্ঠিত হয়েছে। তখন বিদেশী ভাষার প্রশিক্ষণ ও পরীক্ষা বিশেষজ্ঞরা, চীনে দূতাবাসের সংস্কৃতিক কার্যকরের দায়িত্ববান ব্যক্তিরা নাগরিকদের প্রশ্ন নিয়ে উত্তর দিয়েছেন। তখন বিদেশী ভাষার পরিবেশন, সংশ্লিষ্ট আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দেশী-বিদেশী বিশেষজ্ঞরা ও অধ্যয়নরত বিদেশী ছাত্রছাত্রীরাও অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

    সংগঠনিক কমিটির ব্যাখ্যা থেকে জানা গেছে, এবারের তত্পরতার তাত্পর্য হল নাগরিকদের বিদেশী ভাষার মান উন্নয়ন করা, পেইচিং বিদেশী ভাষার পরিবেশ প্রতিষ্ঠা করা, সভ্যতায় এবং উন্মুক্ত পেইচিং শহর নির্মাণ করা, বিশেষী ভাষার কর্মক্ষম জনশক্তি জমা দেয়া।

    ১৯ সেপ্টেম্বর পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি এক সম্মেলেনে প্রথমে চীনে বিভিন্ন বিদেশী রাষ্ট্রদূতের কাছে বলেছে যে, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ২০০৮ সাল অলিম্পিক গেমসে চীন বিভিন্ন অংশগ্রহণকারী বিদেশী নেতৃবৃন্দ ও রাজ পরিবারের প্রতিনিধিদের জন্যে সুবিধা ও বাস্তব পরিসেবা সরবরাহ করবে।

    পেইচিং শহরের সম্পাদক ও পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান লিউ ছি সম্মেলেনে এ কথা বলেছেন।

    ১১০টিরও বেশি দেশের ১৭০জনেরও রাষ্ট্রদূত এ সম্মেলনে অংশ নিয়েছেন।

    দোহা এশীয় গেমসের জন্যে এখন কুয়েটের অলিম্পিক কমিটির নারী ক্রীড়া কমিটি সারা দেশে নারী খেলোয়াড় নির্বাচন করে কুয়েটের প্রতিনিধি দল সংগঠন করছে। কুয়েটের বিভিন্ন মহলের মহিলা এবারের নির্বাচন সমর্থন করেন।

    খবরে প্রকাশ, অনুষ্ঠিতব্য ১৫তম এশীয় গেমসে কুয়েটের নারী খেলোয়াড় টেবল টেনিস, টেনিস ও শুটিংসহ ১০টি প্রতিযোগিতায় অংশ নেবেন। এটা হল কুয়েটের ইতিহাসে প্রথমে ব্যাপকভাবে নারী খেলোয়াড়দের প্রতিনিধি দল সংগঠন।

যদিও সম্প্রতি ড্যাভিড বেকহ্যাম রীল মাদ্রিদের প্রধান খেলোয়াড়ের অবস্থানে নির্ধারিত হয়েছেন, তবুও তাঁর ইংল্যান্ড দলে আবার ফিরে যেতে পারার প্রত্যয় নেই। বিবিসির সাক্ষাত্কালে তিনি বলেছেন, আবার জাতীয় দলে আবার ফিরে যেতে পারবেন কিনা তা তিনিও জানেন না।

পেইচিং সময় ১৮ সেপ্টেম্বর ভোরে দশম বিশ্বকাপ ট্র্যাক ও ফিল্ড গ্রীসের এথেন্সে শেষ হয়েছে। চীনের বিশ্ববিখ্যাত্ খেলোয়াড় লিউ সিয়াং ১৩ দশমিক ০৩ সেকেন্ড সাফল্য নিয়ে পুরুষদের ১১০মিটার হার্ডলেস রেসে রৌপ্যপদক অর্জন করেন।

    মার্কিন খেলোয়াড় আল্লেন জোসন ১২ দশমিক ৯৬ সেকেন্ড সাফল্য নিয়ে চ্যাম্পিয়ন হন।

    তাছাড়া, চীনা নারী খেলোয়াড় কাও শুইং ৪ দশমিক ৫০মিটার সাফল্য নিয়ে ব্রোজপদক অর্জন করেন। রাশিয়ার ইয়েলেনা ইসিনবায়েভা ৪ দশমিক ৬০ মিটার সাফল্যে স্বর্ণপদক অর্জন করেন। চীনা খেলোয়াড় সং আই নারীদের চাকতি নিক্ষেপে ৬১ দশমিক ৪৭ মিটার সাফল্যে ব্রোজপদক অর্জন করেন।

১৭ সেপ্টেম্ব চীন ওপেন টেনিসের পুরুষদের সবগুলো প্রতিযোগিতা শেষ হয়েছে। সাইপ্রুসের খেলোয়াড় ম্যার্কোস ব্যাঘদাটিস ২:০ সেটে ক্রোটিয়ার ম্যারিও আনছিছকে পরাজিত করে এককের চ্যাম্পিয়ন হন। এটা তাঁর প্রথম আন্তর্জাতিক পেশাগত পুরুষ টেনিস সমিতির চ্যাম্পিয়ন। ম্যারিও আছিছ ভারতের খেলোয়াড় মাহেশ ভুপাথির সঙ্গে পুরুষদের দ্বৈতের চ্যাম্পিয়ন হন।

    ১৮ সেপ্টেম্ব থেকে চীন ওপেনের নারীদের প্রতিযোগিতা শুরু হচ্ছে।

    চীনের জাতীয় ক্রীড়া ব্যুরো সম্প্রতি ঘোষণা করেছে যে, ২১দিনব্যাপী ২০০৬ সাল চীন-আসিয়ান আন্তর্জাতিক গাড়ী রেল্লী(rally) প্রতিযোগিতা অক্টম্বর মাসে শুরু হবে। ৬ অক্টম্বর চীনের কুয়াংসি প্রদেশের রাজধানী নাননিংয়ে ২৪টি গাড়ী রওয়ানা হবে, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়ার মাধ্যমে সিঙ্গাপুরে যাবে। তারপর মালয়েশিয়া, থাইল্যান্ড, ক্যাম্বোদিয়া ও ভিয়েতনামের মাধ্যমে ২৬ অক্টবর নাননিংয়ে ফিরে যাবে, মোট ১১হাজার কিলোমিটার লম্বা।