v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-10-23 15:40:59    
চীনে জাপানের রাষ্ট্রদূত ইদে দেইজি পেইচিং অলিম্পিক গেমস নিয়ে প্রস্তাব দেন

cri
    পেইচিং অলিম্পিক গেমসের ওপর দিনে দিনে আরো বেশি আন্তর্জাতিক সম্প্রদায়ের সজগ দৃষ্টি রাখা হচ্ছে। সম্প্রতি সি আই আরের জাপান ভাষা বিভাগের সংবাদদতা চীনে জাপানের রাষ্ট্রদূত ইদে দেইজির সঙ্গে একটি সাক্ষাত্ নিয়েছেন। তিনি পেইচিং অলিম্পিক গেমসের ওপর কামনা করেছেন এবং এর ওপর সজগ দৃষ্টি রেখেছেন।

    সাক্ষাত্কালে তিনি বলেছেন, 'অলিম্পিক গেমস অনুষ্ঠান হল একটি ব্যস্ততার কাজ, পেইচিংয়ের জনগণ ও সারা চীনের জনগণের বহু কাজ হবে।' আমি আশা করি তাঁরা সার্থকভাবে অলিম্পিক গেমস অনুষ্ঠান করবেন।'

    তিনি পেইচিংয়ে দুই বছরে থেকেন। তিনি বলেছেন, চীনে কাজ করার জাপানী মানুষরা পেইচিংয়ে অলিম্পক গেমস প্রতিক্ষায় রন। অলিম্পিক গেমসে উপডাগের সঙ্গে সঙ্গে অলিম্পক গেমসের মাধ্যমে চীনের সমাজের পরিবর্তনের ওপর তাঁরাও সজগ দৃষ্টি রাখেন। তিনি বলেছেন, চীনা নাগরিকদের সঙ্গে বিনিময়ের মাধ্যমে আমি তাঁদের ধারণা সমঝোতা করতে চাই।

    পেইচিংয়ে ২০০৮ সাল অলিম্পিক গেমস অনুষ্ঠান সম্বন্ধে তিনি ১৯৬৪ টোকিও অলিম্পিক গেমস ভেবেছেন। তিনি বলেছেন, 'তখন আমি একজন প্রাথমিক স্কুলের ছাত্র ছিলাম, টেলিভিশনের মাধ্যমে অলিম্পিক গেমসের প্রতিযোগিতা দেখি। সে বছর হল জাপানের অর্থনীতি সবচেয়ে দ্রুতভাবে উন্নত হওয়ার একটি বছর।

    পেইচিং অলিম্পিক গেমস চীন-জাপান সম্পর্কে প্রভাব ফেলার বিষয় সম্বন্ধে তিনি বলেছেন, আমি আশা করি চীন ও জাপানের ক্রীড়া মোদীরা পাষ্পরিকভাবে দু'পক্ষের খেলোয়াড়দের জন্যে সমর্থন করবে।

    'জাপান ও দক্ষিণ কোরিয়া মিলিতভাবে ২০০২ সাল বিশ্বকাপ ফুটবল আয়োজন করেছে। প্রথমে সবাই উদ্বেগ রয় যে ভালভাবে আয়োজন করে কিনা, কিন্তু দু'দেশের জনগণ মিলিতভাবে বিশ্বের জন্যে একবার সাফল্য বিশ্বকাপ প্রধান করেন। জাপানী খেলোয়াড় ফুকুহারা আই চীনের লিয়াওনিং প্রদেশের টেইবল টেনিস দলের একজন সদস্য, আমি টেইবল টেনিস খেলা দেখার সময়ে এ দলকে সমর্থন করি। আমি আশা করি, অলিম্পিক গেমসের সময়ে চীন ও জাপানের জনগণ পারষ্পরিকভাবে দু'দেশকে সমর্থন করবেন।'

    তিনি মনে করেন পেইচিং অলিম্পক গেমসের প্রস্তুতি পর্যায়ে চীন ও জাপানের প্রতিনিধি দল সহযোগিতা ও বিনিময় জোরদার করবে। তিনি বলেছেন, জাপানের বিখ্যাত্ কোচ দাইমাটসু হিরোফান চীনের জাতীয় ভোলিবল দলে প্রশিক্ষণ করেছিলেন, চীনের জাতীয় ভোলিবল দলের জন্যে বহু অবদান রেখেন। এ গল্প চীন ও জাপানের ক্রীড়া ইতিহাসে জনপ্রিয় হয়। সঙ্গে সঙ্গে জুদো ও বেইসবল ক্ষেত্রে জাপানের কোচরাও চীনকে অনেক সাহায্য দেন। এর মাধ্যমে চীন ও জাপানের খেলোয়াড়দের মৈত্রী বেড়েছে, তাঁরা একসাথে আলাপ-পরামর্শ ও উন্নয়ন করতে পারেন।

    পেইচিং অলিম্পিক গেমসের প্রস্তুতি কাজের ওপর তিনি উচ্চ মূল্যায়ন করেছেন, তিনি বিশেষ করে পেইচিংয়ের নাগরিকরা অলিম্পিক গেমসে অংশ নেয়ার বিষয়ের ওপর প্রশংসা করেছেন। তিনি বলেছেন, 'বর্তমানে স্বেচ্ছাসেবকের প্রশিক্ষণ অভিযান শুরু হয়েছে। এটা খুবই ভাল। আমি আশা করি, অলিম্পিক গেমসে এসব স্বেচ্ছাসেবক বিদেশী অতিথিদের জন্যে ভাল পরিসেবা সরবরাহ করবেন।'

   

তাছাড়, তিনি পেইচিং সরকার নাগরিকদের আদবকায়দা উন্নয়নের জন্যে চেষ্টা করার প্রশংসা করেছেন। তিনি এক উদাহরণ নিয়ে বলেছেন, 'পেইচিং যুবক' পত্রিকারে একধারবাহিক আদবকায়দা বিষয়ক প্রবন্ধ প্রকাশ করে। তিনি মনে করেন, তথ্য মাধ্যমের আদবকায়দা প্রচার করা খুবই কার্যকর।

    সর্বশেষে উন্নত চীন বিশেষ পেইচিং সম্বন্ধে তিনি আন্তরিক প্রস্তাব দিয়েছেন। তিনি মনে করেন শহরের নির্মাণ ক্ষেত্রে পেইচিংয়ে বহু স্থানে উন্নয়ন করা উচিত, তিনি বলেছেন, 'অলিম্পিক গেমস ছাড়া বিকলাংগ অলিম্পক গেমসের অনুষ্ঠানও খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এখনো পেইচিংয়ে বহু স্থানে বিকলাংগ ব্যক্তির জন্যে সুবিধা ব্যবস্থা নেই। বিকলাংগ খেলোয়াড়রা সুবিধা হওয়ার জন্যে পেইচিংয়ের অনেক কাজ করা উচিত।