v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-10-16 15:27:51    
৯--১৬ অক্টোবর, ২০০৬

cri
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ৯ অক্টোবর তার চীন সফর শেষে পেইচিং ত্যাগ করেছেন ।

চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের আমন্ত্রণে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ৮ অক্টোবর পেইচিং পৌছে চীনে তার আনুষ্ঠানিক সফর শুরু করেন । ২৬ সেপ্টেম্বর জাপানের প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ার পর এটা শিনজো আবের প্রথম বিদেশ সফর । এ ভাবে চীন ও জাপানের মধ্যে পাঁচ বছর বন্ধ থাকা শীর্ষনেতাদের সফর বিনিময় আবার শুরু হয়েছে ।

৮ অক্টোবর বিকেলে শিনজো আবের সঙ্গে এক সাক্ষাত্কারে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও জোর দিয়ে বলেছেন , চীন ও জাপানের সম্পর্কের সুষ্ঠু বিকাশ বাস্তবায়নের জন্য প্রথমে রাজনৈতিক আস্থা স্থাপন করতে হবে , পারস্পরিক কল্যাণের ভিত্তিতে সহযোগিতা বাড়াতে হবে , বিভিন্ন মহলের কর্মীদের সফর বিনিময় বাড়াতে হবে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যাপারে দু' দেশের মধ্যে মতবিনিময় বাড়াতে হবে ।

শিনজো আবে চীনা নেতৃবৃন্দকে বলেছেন , ইতিহাস সম্বন্ধে সঠিক মনোভাব পোষণের ভিত্তিতে শান্তিময় উন্নয়নের পথ বেয়ে এগিয়া যাওয়া হবে জাপানের অপরিবর্তিত নীতি ।

শিনজো আবে বলেছেন , জাপান দুদেশের যুক্ত বিবৃতি অনুসারে একচীনের নীতি অনুসরণ করবে , দুটি চীন বা এক চীন এক তাইওয়ান নীতিকে সমর্থন করবে না এবং স্বাধীন তাইওয়ানপ্রয়াসী শক্তিকে সমর্থন করবে না ।

বান কি মুন জাতিসংঘের মহাসচিব নির্বাচিত এশিয়ার দেশগুলোর জন্য মর্যাদা

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়েন ছাও ১৪ অক্টোবর এক বিবৃতিতে বলেছেন , দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বান কি মুন জাতি সংঘের পরবর্তী মহাসচিব নির্বাচিত হওয়ায় চীন অভিনন্দন জানাচ্ছে । তিনি আরো বলেছেন , দীর্ঘ ৩৫ বছর পর একজন এশিয় আবার জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হলেন । এটা এশিয়ার দেশগুলোর অভিন্ন আকাংখা ও মর্যাদার প্রতীক।

লিউ চিয়েন ছাও বলেছেন , চীন বিশ্বাস করেন , বান কি মোনের কার্যমেয়াদে এক শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সুষম বিশ্ব গড়ে তোড়ার ক্ষেত্রে জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে । চীন অব্যাহতভাবে জাতিসংঘ মহাসচিবকে সমর্থন করবে ।

১৩ অক্টোবর বিকেলে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬১ তম পূর্ণাঙ্গ অধিবেশনে সকল সদস্য দেশ হাত তালি দিয়ে নিরাপত্তা পরিষদের সুপারিশ গ্রহণ করেছে । জাতিসংঘ সাধারণ পরিষদ আনুষ্ঠানিকভাবে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী বান কি মুনকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব নিয়োগ করেছে ।

বান কি মুন বলেছেন , জাতিসংঘের মহাসচিব হিসেবে নিযুক্ত হওয়ার পর তিনি সদস্যদেশগুলোর পারস্পরিক আস্থা বাড়ানো , জাতিসংঘের ঐক্য জোরদার করা এবং জাতিসংঘের সংস্কার চালানোর প্রচেষ্টা চালাবেন ।

ভারতের এক'শ যুবক-যুবতীর চীন সফর শুরু

ভারতের এক'শ জন যুবক-যুবতীদের নিয়ে গঠিত একটি প্রতিনিধি দল ৯ অক্টোবর চীনে তাদের দশ দিনব্যাপী সফর শুরু করেছেন। তা হচ্ছে দু'দেশের মধ্যে যুবক-যুবতীদের প্রথম আদান-প্রদান কর্মসূচী।

প্রতিনিধি দলের সদস্যরা হলেন ভারতের তারুণ্যদীপ্ত রাজনৈতিক নেতা, শিল্পপতি, আঞ্চলিক সরকারের কর্মকর্তা এবং শিল্পী ও যুবক-যুবতী প্রতিনিধিরা। চীন সফরকালে প্রতিনিধি দল পেইচিং, শাংহাই প্রভৃতি জায়গা সফর করবে। চীনের তারুণ্যদীপ্ত যুবক-যুবতীরা বিভিন্ন মহলের ব্যক্তিদের সঙ্গে মত বিনিময় করবে এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানসমূহপরিদর্শন করবে।

খবরে প্রকাশ, এই প্রতিনিধি দল গত এপ্রিল মাসে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাওয়ের ভরত সফরকালে যুবক-যুবতীদের পারস্পরিক আদান-প্রদান কর্মসূচী প্রসঙ্গে চীন ও ভারতের মধ্যে সম্পাদিত চুক্তি অনুযায়ী মতৈক্য বাস্তবায়নের জন্যে তাদের এই চীন সফর। চীনের এক'শ জন যুবক-যুবতী নিয়ে গঠিত প্রতিনিধি দলটিও ১৯ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ভারত সফর করবে। এ বছর হচ্ছে "চীন ও ভারত মৈত্রী বর্ষ"। দু'দেশের যুবক-যুবতী প্রতিনিধি দলের পারস্পরিক আদান-প্রদান হচ্ছে মৈত্রী বর্ষের ধারাবাহিক কর্মসূচীর একটি গুরুত্বপূর্ণ অংশ।

নাথুলা পাস বন্ধ, চীন-ভারত সীমান্ত বাণিজ্য আরো উন্নয়ন করা উচিত

চীন-ভারত চুক্তি অনুযায়ী, নাথুলা পাস ২৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়েছে। তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের বাণিজ্য ব্যুরো সূত্রে জানা গেছে, তিব্বতের ইয়া তুং রেন ছিং বাজার চালু হওয়ার পর থেকে ৫১ দিনে আমদানি-রপ্তানি মূল্য ১৪.৯ লাখ ইউয়ান রেনমিনপিতে দাঁড়িয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, বাণিজ্য চলাকালে এই বাজারে রপ্তানি মূল ১০.৪ লাখ ইউয়ান এবং আমদানি ৪.৪ লাখ ইউয়ান। রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে উপহার, আফিসের জিনিসপত্র, দৈনন্দিন তৈজসপত্র ইত্যাদি। আমদানি পণ্যের মধ্যে রয়েছে চাউল, পাউডার, মিষ্টি ও ভারের ধুনা ইত্যাদি।

তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের একজন সংশ্লিষ্ট কর্মকর্তা মনে করেন যে, চীন-ভারত সীমান্ত বাজার ৫১ দিনের মধ্যে কেনাবেচার পরিমান এমন পর্যায়ে পৌঁছেছে যে তা একটি সুষ্ঠু বাণিজ্যের লক্ষণা। দু'দেশের সীমান্ত বাণিজ্যের আরো সম্প্রসারণ করা উচিত।

চীন ও পাকিস্তানের মধ্যে অবাধ বাণিজ্য এলাকা সংক্রান্ত চতুর্থ দফা বৈঠক

শেষ হয়েছে

১০ থেকে ১২ অক্টোবর পেইচিংয়ে চীন ও পাকিস্তানের মধ্যে অবাধ বাণিজ্য এলাকা সংক্রান্ত চতুর্থ দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে । বৈঠকে ব্যাপক অগ্রগতি অর্জিত হয়েছে ।

আগের তিন দফা বৈঠকের ভিত্তিতে এবারের বৈঠকে উভয় পক্ষের বাজারে প্রবেশের অনুমতি , স্বাস্থ্যরক্ষা ও উদ্ভিদের স্বাস্থ্যরক্ষা বিষয়ক ব্যবস্থা , বাণিজ্যিকভাবে ত্রাণ ও পুঁজিবিনিয়োগসহ বিভিন্ন বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা হয়েছে ।

পাকিস্তান চীনের বন্ধুভাবাপন্ন প্রতিবেশী রাষ্ট্র। গত কয়েক বছরে দ্বিপাক্ষিক অর্থনীতি ও বাণিজ্য দ্রুত প্রসারিত হয়েছে । গত বছর দ্বিপাক্ষিক বানিজ্যিক মূল্য গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ৩৯ শতাংশ বেড়ে ৪.২৬ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে । পরস্পরের পুঁজিবিনিয়োগের ক্ষেত্রে উভয় পক্ষের সহযোগিতাও দিন দিন গভীর হচ্ছে ।

বাংলাদেশের বিখ্যাত অর্থনীতিবিদ ইউনুস নোবেল শান্তিপুরষ্কার পেয়েছেন

১৩ অক্টোবর বাংলাদেশের বিখ্যাত অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার জন্য নোবেল শান্তি পুরষ্কার পেয়েছেন ।

সুইডেনের রাজকীয় বিজ্ঞান একাডেমীর নোবেল কমিটি নরওয়ের অসলো শহরে এই পুরষ্কার বিতরণের সময় বলেছে , ইউনুস ও গ্রামীন ব্যাংক সমাজের প্রাথমিক স্তর থেকে বাংলাদেশের অর্থনীতি ও সমাজের উন্নয়ন তরান্বিত করেছে ।

গ্রামীন ব্যাংক একটি বেসরকারী ব্যাংক । এই ব্যাংকে কৃষকদের স্বল্প পরিমানের ঋণদান করে গরীবদের সাহায্য করা হয় । অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনুস ১৯৭৬ সালে গ্রামীন ব্যাংক প্রতিষ্ঠা করেন । আশির দশকে সরকারের সমর্থনে গ্রামীন ব্যাংক একটি স্বাধীন ব্যাংকে পরিণত হয় ।

ভারত ও ইইউর নেতাদের মধ্যে সপ্তম বৈঠক

১৩ অক্টোবর ফিনল্যান্ডের রাজধানী হিলসিনকিতে ভারতের প্রধান মন্ত্রী মনমোহন সিং ইইউর বতর্মান পালাক্রমিক চেয়ারম্যান রাষ্ট্র ফিনল্যান্ডের প্রধান মন্ত্রী মাট্টি ভানহানেন , ইইউর চেয়ারম্যান বারোসোর সঙ্গে সপ্তম বৈঠক করেছেন। বৈঠকে দ্বিপাক্ষীয় বাণিজ্য সম্পর্ক এবং অভিন্ন স্বাথ সংশ্লিষ্টআন্তর্জাতিক বিষয়াদি নিয়ে মত বিনিময় হয়েছে। বৈঠকের পর প্রকাশিত এক যুক্ত বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, ভারত ও ইইউ দ্বিপাক্ষীয় বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করবে এবং এর ভিত্তিতে কৌশলগত অংশীদারী সম্পর্ক প্রতিষ্ঠা করবে। বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, সন্ত্রাসবাদ বতর্মানে বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে। ভারত আর ইইউ সন্ত্রাস দমন ক্ষেত্রে সহযোগিতা চালাবে।

বৈঠকে দু'পক্ষের নেতারা বলেছেন, দু'পক্ষের মধ্যে গত মে মাস শুরু হওয়া নিরাপত্তা সংলাপ অব্যাহত থাকবে। তা ছাড়া দু'পক্ষের মধ্যে নিরস্ত্রীকরণ এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ সহ বিষয় নিয়ে মত বিনিময় হবে।

নেপাল সরকার এবং বিরোধী দল সংবিধান প্রণয়ন সম্মেলনের নির্বাচন নিয়ে

একমত হয়েছে

১০ অক্টোবর নেপালের সাত পার্টি লীগ সরকার এবং সরকারী বিরোধী দলের যৌথ উদ্যোগে আয়োজিত শান্তিপূর্ণ বৈঠকে আগামী বছরের ১৪ জুনের আগে সংবিধান প্রণয়ন সম্মেলনের নির্বাচন নিয়ে একমত হয়েছে ।

নেপালের প্রধানমন্ত্রী গিরিজা প্রাসাদ কোইরালা এবং বিরোধী দলের নেতা প্রাচান্দা এই বৈঠকে অংশ নিয়েছেন । সরকারী প্রতিনিধি দলের কর্মকর্তা এবং স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিশ্না সিতৌলার ব্যাখ্যা থেকে জানা গেছে, বৈঠকের প্রধান বিষয় ছিল নির্বাচনকালে অস্ত্রের অবৈধ ব্যবহার, রাজার অবস্থা, অস্থায়ী সরকারের প্রতিষ্ঠা এবং অস্থায়ী সংবিধান প্রণয়ন সংক্রান্ত । এ মাসের মাঝামাঝি সময়ে দু'পক্ষই নির্বাচন কমিটির নতুন সদস্য নিযুক্ত করবে এবং ১২ অক্টোবর থেকে অব্যাহতভাবে আলোচনা করবে ।

কোরীয় উপ-দ্বীপের পরিস্থিতি নিয়ে চীন আর দক্ষিণ কোরিয়ার শীর্ষ নেতাদের মধ্যে বৈঠক

১৩ অক্টোবর চীনের প্রেসিডেন্ট হু চিন থাও সফররত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রো মু হিউনের সঙ্গে এক বৈঠক করেছেন। দুই প্রেসিডেন্ট বলেছেন, দু'দেশের সার্বিক সহযোগিতার অংশীদারী সম্পর্ক অব্যাহতভাবে সম্প্রসারিত করতে হবে। কোরীয় উপ-দ্বীপ আর পূর্ব এশিয়ার শান্তি, স্থিতিশীলতা আর উন্নয়ন রক্ষা ও ত্বরান্বিত করার জন্যে দু দেশের মিলিত প্রচেষ্টা চালানো উচিত। হু চিন থাও বলেছেন, বতর্মান ষ্পষ্টকাতরআর জটিল পরিস্থিতিতে চীন ও১ দক্ষিণ কোরিয়ার মধ্যে রাজনৈতিক যোগাযোগ জোরদার করা , কৌশলগত অভিন্নতা সম্প্রসারিত করা স্থানীয় শান্তি ও নিরাপত্তা রক্ষা এবং দু'দেশের অভিন্ন বিকাশ ত্বরান্বিত করার জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরীয় উপ-দ্বীপের পরমাণু বিষয় শান্তিপূর্ণভাবে সমাধানের চীন যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে রো মু হিউন তার ভূয়সী প্রশংসা করেছেন।

ইরান প্রেসিডেন্ট: ইরানের পরমাণু পরিকল্পনায় নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপের অধিকার নেই

ইরানের প্রেসিডেন্ট মাহম্মুদ আহমাদিনেজাদ ১১ অক্টোবর তেহরানে বলেছেন, ইরানকে শাস্তি দেয়ার বিষয়ে জাতিসংঘের কথিত প্রস্তাব শুধু পশ্চিমাদের অবাস্তব হুমকি। ইরানের পরমাণু পরিকল্পনা বিষয়ে নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপের অধিকার নেই। পশ্চিমাদের শাস্তির হুমকিতে ইরান ভীত নয়।

আহমেদিনেজাদ এদিন তেহরানের উপকন্ঠে বক্তৃতা দেয়ার সময়ে বলেছেন, পশ্চিমা দেশগুলো একধরণের অবাস্তব হুমকির মাধ্যমে ইরানী জনগণের বৈঠ অধিকার থেকে বঞ্চিত করতে চায়। ইরানের পরমাণু পরিকল্পনায় পাস্চাত্যের হস্তক্ষেপের ক্ষমতা নেই। নিরাপত্তা পরিষদেরও ক্ষমতা নেই।

আহমাদিনেজাদ তাঁর বক্তৃতায় পশ্চিমা দেশগুলোর উদ্দেশ্যে ইরানের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাব পোষণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইরানের কোনো পক্ষের সঙ্গে যুদ্ধ করার ইচ্ছা নেই।

লামি দোহা রাউন্ড আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছেন

১০ অক্টোবর বিশ্ব বাণিজ্য সংস্থার মহাসচিব পাসকাল লামি জেনিভায় বিশ্ব বাণিজ্য সংস্থার একটি অধিবেশনে ভাষণ দেয়ার সময় সদস্য দেশগুলো দু মাস বন্ধ থাকার পর পরবর্তী ছয় মাসের মধ্যে দোহা রাউন্ড আলোচনা আবার শুরু করার প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন । তিনি বলেছেন , দোহা রাউন্ড আলোচনা দু মাস আগে বন্ধ হয়েছে । বিভিন্ন সদস্য দেশকে নতুন মনোভাব পোষণ করে দোহা রাউন্ড আলোচনা শুরু করার কথা বিবেচনা করতে হবে, যাতে পরবর্তী আলোচনায় সদস্য দেশগুলো সামষ্টিক দৃষ্টিভঙ্গী পোষণ করে বিশ্ব বাণিজ্য ও উন্নয়নের বিষয় বিবেচনা করতে পারে ।