নিখিল চীন সাধারন ট্রেড ইউনিয়নের একজন কর্মকর্তা ১৫ অক্টোবর বলেছেন , আগামী তিন বছরে প্রতি বছর নতুন করে ৮০ লাখ কৃষি শ্রমিক ট্রেড ইউনিয়নে যোগ দেবেন ।
পেইচিংয়ে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় নিখিল চীন সাধারণ ট্রেড ইউনিয়নের ভাইস চেয়ারম্যান ম্যাদাম সুন ছুন লান বলেছেন , কোটি কোটি কৃষি শ্রমিক ইতোমধ্যে চীনের শ্রমিকদের গুরুত্বপূর্ণ অংগ এবং আর্থ- সামাজিক বিকাশের ক্ষেত্রে এক প্রাণ শক্তিতে পরিণত হয়েছে । কৃষি শ্রমিকদের বৈধ অধিকার ও স্বার্থ সংরক্ষণের কাজ ভালোভাবে করা চীনের ট্রেড ইউনিয়নের এক অনিবার্য কর্তব্য । কৃষি শ্রমিকরা ট্রেড ইউনিয়নে যোগ দিলে , তা তাদের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার ও বৈধ স্বার্থ সংরক্ষণের পক্ষে কল্যানকর হবে ।
উল্লেখ্য যে , এখন চীনে মোট ২০ কোটিরও বেশি কৃষি শ্রমিক রয়েছে । গত বছরের শেষ নাগাদ মোট ২ কোটি ৩০ লাখ কৃষি শ্রমিক ট্রেড ইউনিয়নে যোগ দিয়েছেন । এটি মোট কৃষি শ্রমিকদের ২০ শতাংশেরও কম ।
|