১৪ অক্টোবর রাত আটটা পর্যন্তচীনের তিনগিরিখাত বিদ্যুত কেন্দ্রের ৮টি বড় ধরনের জেনারেটর একটানা তিনদিন ধরে পূর্ণভাবে বিদ্যুত উত্পাদন করেছে।
চীনের তিনগিরিখাতের নিয়ন্ত্রণ কেন্দ্রের উপ জেনারেল ইন্জিনিয়ার চাও ইয়ুনফা জানিয়েছেন , ১১ অক্টোবর থেকে তিনগিরিখাত বিদ্যুত কেন্দ্রের ১৪টি জেনারেটর সবই চালু করা হয় । এর মধ্যে ৮টি জেনারেটর একটানা তিনদিন ধরে কাজ করছে । তিনগিরিখাত বিদ্যুত কেন্দ্রের ১৪টি জেনারেটর বিদ্যুত উত্পাদন ক্ষমতা হবে ৯৮ লাখ কিলোওয়াট।
২০০৩ সালের জুলাই মাসে তিনগিরিখাত বিদ্যুত কেন্দ্রের প্রথমজেনারেটরউত্পাদন শুরু হয় । নক্সা অনুযায়ী পানির উচ্চতা ১৪৮মিটারে উন্নীতহওয়ার পর তিনগিরিখাতের বিদ্যুত উত্পাদনকারী জেনারেটর পূর্ণভাবে বিদ্যুত উত্পাদন করতে পারে । ১৪ অক্টোবর রাত ৭টায় তিনগিরিখাত বাঁধের পানির উচ্চতা ১৫৩ মিটার ছাড়িয়েছে ।
উল্লেখ্য,তিনগিরিখাত প্রকল্পমধ্যচীনের হুপেই প্রদেশের ইছাং শহরে অবস্থিত । এটা বিশ্বের বৃহত্তম পানি প্রকল্প । তিনগিরিখাতের ১৮৫ মিটার উচু বাঁধের নির্মাণকাজগত ২০ মে সম্পূর্ণভাবে শেষ হয়েছে।
|