চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর উপমহাপরিচালক চাং ওই মিন গত শনিবার বলেছেন , ২০০৫ সালে চীনের এক হাজার শক্তিশালী গ্রামীণ নগরের গড় বার্ষিক আয় ৭৭৩৫ ইউয়ানে পৌছেছে । এটা ২০০৩ সালের তুলনায় ২০ শতাংশ বেশি ।
পূ্র্ব চীনের চেন চিয়াং প্রদেশের রাজধানী হাং চৌতে অনুষ্ঠিত জাতীয় শক্তিশালী গ্রামীণ নগর উন্নয়ন ফোরামে চাং ওই মিন এ তথ্য জানিয়েছেন ।
উল্লেখ্য যে, চীনে প্রায় ২০ হাজার ছোট গ্রামীণ নগর রয়েছে । ২০০৩ সাল থেকে চীনে বহুমুখী উন্নয়নের লক্ষ্যে এক হাজার শক্তিশালী গ্রামীণ নগর নির্বাচনের উদ্যোগ শুরু হয় । এক পরিসংখ্যান থেকে জানা গেছে , ২০০৫ সালে এক হাজার শক্তিশালী গ্রামীণ নগরের সৃষ্ট আয় সারা দেশের সমস্ত নগরের আয়ের ৫৪ শতাংশ ছাড়িয়ে গে
|