ভেনেজুয়েলার জ্বালানী শক্তি ও তেল মন্ত্রী রাফায়েল রামিরেজ ১৩ অক্টোবর বলেছেন , তেল রপ্তানিকারক দেশসমুহের সংস্থা ওপেক সম্ভবতঃ পয়লা ডিসেম্বর থেকে দৈনিক তেল উত্পাদন দশ লাখ ব্যারেল কমিয়ে দেবে ।
রামিরেজ আরো বলেছেন , ওপেকের সদস্য দেশগুলোর তেলমন্ত্রীরা ইতোমধ্যে দৈনিক উত্পাদন দশ লাখ কমাতে রাজি হয়েছেন এবং এ মাসে ওপেকের একটি বিশেষ অধিবেশনে অংশ নেবেন । তিনি মনে করেন উত্পাদন পরিমান কমানোর পরিকল্পনা নিয়ে আলোচনা করা উচিত ।
রামিরেজের মতে , আন্তর্জাতিক তেল বাজারে চাহিদার চেয়ে সরবরাহ বেশি বলে তেলের দাম বিপুল পরিমানে হ্রাস পেয়েছে । কাজেই উত্পাদন কমিয়ে দেওয়া এক প্রয়োজনীয় ব্যবস্থা । তিনি বলেছেন , সেপ্টেম্বর মাসের শেষ দিকে ভেনেজুয়েলা ও নাইজেরিয়া দৈনন্দিন তেল উত্পাদন পরিমান যথাক্রমে৫০ হাজার ব্যারেল ও এক লাখ ২০ হাজার ব্যারেল কমানোর সিদ্ধান্ত নিয়েছে ।
|