|
 |
(GMT+08:00)
2006-10-14 19:17:04
|
আফ্রিকান দেশগুলোর উন্নয়নে চীনের সাহায্য
cri
১৩ অক্টোবর আফ্রিকার নতুন ধরনের অংশীদারী সম্পর্ক সম্পর্কিত জাতি সংঘ সাধারণ পরিষদের এক কৌশলগত অধিবেশনে জাতি সংঘে চীনের উপ স্থায়ী প্রতিনিধি লিও জেন মিন এক ভাষণে আফ্রিকান দেশগুলোর উন্নয়নে চীনের সাহায্যের পদক্ষেপ ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, ২০০০ সাল থেকে চীন সরকার আফ্রিকা অঞ্চলের ৩১টি স্বল্পোন্নত দেশের ১৫৬টি ঋণ অথার্ত মোট ১০.৫ বিলিয়ন রেন মিন পি মওকুফ করেছে। এর সঙ্গে সঙ্গে আফ্রিকান দেশগুলোকে বাণিজ্যিক সুবিধা দেয়ার জন্যে চীন সরকার বাস্তব পদক্ষেপ নিয়েছে। গত বছর থেকে চীনের কাছে আফ্রিকার ২৫টি স্বল্পোন্নত দেশেরআংশিক রফতানিকৃত পণ্যদ্রব্য করমুক্ত সুবিধা উপভোগ করছে। লিও জেন মিন আরও বলেছেন, মানব সম্পদের উন্নয়ন সহযোগিতা হচ্ছে চীন-আফ্রিকা সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। তিনি বলেছেন, চীন সরকার আফ্রিকান দেশগুলোর সঙ্গে অবিরাম সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।
|
|
|