মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্রিসটোফার হিল ১৩ অক্টোবর ওয়াশিংটনে ঘোষণা করেছেন যে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কনডোলিসা রাইস ১৭ থেকে ২২ অক্টোবর পর্যন্ত জাপান, দক্ষিণ কোরিয়া ও চীন সফর করবেন। তিনি উল্লেখিত দেশের সংশ্লিষ্ট বিভাগের নেতাদের সঙ্গে উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষা ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করবেন।
৯ অক্টোবর উত্তর কোরিয়ার ভূগর্ভে পরমাণু পরীক্ষা চালানোর কথা ঘোষণার পর আন্তর্জাতিক সম্প্রদায় পৃথক পৃথকভাবে তার নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্র মনে করে, উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষা হচ্ছে এক ধরণের চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে শাস্তি দেয়ার জন্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে চাপ দিচ্ছে।
|