মার্কিন হোয়াইট হাউসের মুখপাত্র টোনি স্নো ১৩ অক্টোবর এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, উত্তর কোরিয়া কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠকে ফিরে আসতে চাইলে তা একটি সুখবর।
স্নো বলেছেন, উত্তর কোরিয়ার সংশ্লিষ্ট কর্মকর্তা ভবিষ্যতে সংলাপের মাধ্যমে কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তার প্রতি যুক্তরাষ্ট্রের কোন আস্থা নেই। কিন্তু তিনি বলেছেন, যদি সংশ্লিষ্ট খবর সত্যি হয়, তাহলে কূটনৈতিক প্রচেষ্টা কার্যকর হবে।
রাশিয়ার তাস বার্তা সংস্থা ১৩ অক্টোবর রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার আলেক্সয়েভের কথা উদ্ধৃত করে বলেছে, উত্তর কোরিয়া ভবিষ্যতে সংলাপের মাধ্যমে কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা সমাধান করতে ইচ্ছুক। সঙ্গে সঙ্গে উত্তর কোরিয়া ছ'পক্ষীয় বৈঠকে ফিরে আসার বিষয়টি বিবেচনা করছে।
|