চীনের মহাকাশ শিল্প প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উপলক্ষে ১৩ অক্টোবর পেইচিংয়ে এক স্মৃতি সভার আয়োজন করা হয় । প্রেসিডেন্ট হু চিন থাও স্মৃতি সভায় অভিনন্দন বাণী পাঠিয়েছেন , প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও সভায় গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন ।
প্রেসিডেন্ট হু চিন থাও তাঁর অভিনন্দন বাণীতে উল্লেখ করেছেন , মহাকাশ শিল্প একটি দেশের শক্তির প্রতীক । গত ৫০ বছরে চীনের বৈজ্ঞানিক ও প্রযুক্তিবিদরা নিরলস প্রচেষ্টা চালিয়ে চীনের মহাকাশ শিল্প ব্যবস্থাপ্রতিষ্ঠা করেছেন । এই বিরাট সাফল্য চীনের অর্থনীতি , প্রযুক্তি ও প্রতিরক্ষা শক্তি বাড়িয়েছে এবং চীনা জাতির ঐক্য জোরদার করেছে ।
প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও তার ভাষণে বলেছেন , চীনের মহাকাশ শিল্প নতুন পরিস্থিতি ও কর্তব্যের সম্মুখীন হয়েছে । তিনি বৈজ্ঞানিক ও প্রযুক্তিবিদদের মনুষ্যবাহী মহাকাশ যাত্রা ও চাঁদ অনুসন্ধান প্রভৃতি বিষয়ে নতুন সাফল্য অর্জনের আহ্বান জানিয়েছেন ।
|