কূটনৈতিক পদ্ধতিতে কোরীয় উপ-দ্বীপের পরমাণু ইস্যু সমাধানের সম্ভাবনা রয়েছে
cri
১৩ অক্টোবর চীন সফররত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রো মু হিউনের সঙ্গে সাক্ষাত করার সময় চীনের প্রধান মন্ত্রী ওয়েন চিয়া পাও বলেছেন, কূটনৈতিক পদ্ধতিতে কোরীয় পরমাণু ইস্যু সমাধানের সম্ভাবনা এখনও রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের এর উপর আস্থাহারানো উচিত নয় । তিনি বলেছেন, এই সমস্যা নিষ্পত্তির জন্যে চীন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে নিবিড় সহযোগিতা চালানো উচিত। তা ছাড়া, বিশ্ব সম্প্রদায়ের মধ্যে আলাপ আলোচনাও অব্যাহত রাখতে হবে। প্রেসিডেন্ট রো মু হিউন বলেছেন, বতর্মান পরিস্থিতিতে কোরীয় উপ-দ্বীপটিকে পরমাণুমুক্ত অঞ্চল হিসেবে বাস্তবায়নেরলক্ষ্য নির্ধারন করা উচিত।
|
|