|
|
(GMT+08:00)
2006-10-13 20:56:27
|
|
চীনের কমিউনিষ্ট পাটির ষষ্ঠদশ কংগ্রেসের ষষ্ঠ পূর্ণাঙ্গ অধিবেশন সম্পর্কেবিদেশী তথ্য মাধ্যমগুলোর ইতিবাচক মূল্যায়ন
cri
১১ অক্টোবর চীনের কমিউনিষ্ট পাটির ষষ্ঠদশ কংগ্রেসের ষষ্ঠ পূর্ণাগ অধিবেশন সমাপ্ত হয়েছে। অধিবেশনের পর বিদেশী তথ্য মাধ্যমগুলো প্রবন্ধ প্রকাশ করে অধিবেশনে সুষম সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা সহ বেশ কিছু বিষয়ে চীনের কমিউনিষ্ট পার্টির নেয়া সিদ্ধান্ত সম্পর্কে ইতিবাচক মূল্যায়ন করেছন। ভিয়েতনামের প্রধান প্রধান তথ্য মাধ্যমগুলোর প্রকাশিত প্রবন্ধে বলা হয়েছে , সুষম সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার ব্যাপারে চীনের কমিউনিষ্ট পাটির উথাপিত লক্ষ্যে স্পষ্ট করনীয় ব্যক্ত করা হয়েছে। ১২ অক্টোবর শিংগাপুরের লিয়েনহো চাওবাও পত্রিকায় বলা হয়েছে, এবারের পূণার্ঙ্গ অধিবেশনে গৃহীত প্রস্তাবে নিধার্রন করা হয়েছে ২০২০ সাল নাগাদ সমাজতান্ত্রিক গণতন্ত্র আইন আরও সম্পূর্ণকরা হবে, আইন অনুযায়ী দেশ শাসনের মৌলিক নীতি সার্বিকভাবে বাস্তবায়িত হবে, জনগণের অধিকার ও স্বার্থ যথাযথ সম্মান ও নিশ্চয়তা পাবে এবং পারবারিক সম্পদ ব্যাপকভাবে বাড়বে। তা ছাড়া জাপান , রাশিয়া , ফ্রান্সের তথ্যমাধ্যমগুলোর প্রকাশিত সম্পাদকীয় বা প্রবন্ধে এই প্রস্তাবের ভূয়সী প্রশংসা করা হয়েছে।
|
|
|