|
|
 |
| (GMT+08:00)
2006-10-13 20:51:15
|
|
আফগানিস্তানের দক্ষিণাংশে আত্মঘাতী হামলায় ৮ জনের প্রাণহান
cri
|
১৩ অক্টোবর সংঘটিত একটি আত্মঘাতী বোমা হামলায় ৯ জন আফগান নিরপরাধ নাগরিক প্রাণ হারিয়েছে। আফগানিস্তানের স্থানীয় পুলিশ ব্যক্ত করেছে এই স্থানে মোতায়েন ন্যাটোর একটি টহল দল এই আত্মঘাতী হামলা লক্ষ্যবস্তু ছিল। বিস্ফোরণেন্যাটোর দু’জন সৈন্য আর তিন জন আফগান নীরিহ নাগরিক আহত হয়েছে। তা ছাড়া ন্যাটো এবং আফগান নাগারিকের চারটি গাড়ী ধ্বংস হয়েছে। চলতি বছরের জানুয়ারী মাসের শুরু থেকে আফগানিস্তানের বিভিন্ন জায়গার আত্মঘাতী বোমা বিস্ফোরণে শতাধিক লোক হতাহত হয়েছে।
|
|
|