v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-10-13 20:18:49    
চীনে ধাপে ধেপে প্রবীণদের দেখাশুনা বিষয়ক বীমা ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে

cri
    চীন সরকার কিছু দিন আগে প্রবীণদের দেখাশুনার উন্নয়ন সংক্রান্ত একটি নতুন কার্যক্রম প্রকাশ করেছে । এই কার্যক্রম অনুযায়ী , পরবর্তী ৫ বছরে চীন সরকার , সমাজ , পরিবার ও ব্যক্তির মেধা- শক্তি ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ধাপে ধাপে প্রবীণদের দেখাশুনা বিষয়ক ব্যাপক ও টেকসই একটি বীমা ব্যবস্থা গড়ে তুলবে ।

    ২০০৪ সালের শেষ নাগাদ চীনে ৬০ বছরেরও বেশি বয়সী লোকদের সংখ্যা ১৪.৩ কোটিতে দাঁড়িয়েছে । এই সংখ্যা চীনের মোট লোকসংখ্যার ১১ শতাংশ । জাতিসংঘের রীতি- নীতি অনুযায়ী , যে সব উন্নয়নমুখী দেশে ৬০ বছরেরও বেশি লোকদের সংখ্যা ১০ শতাংশ ছাড়িয়ে যায় , সে সব দেশ বার্ধক্য সমাজের অন্তর্ভুক্ত । গত শতাব্দির শেষ নাগাদ চীন এই বার্ধক্য সমাজে প্রবেশ করেছে । ২০১০ সালের মধ্যে চীনে ৬০ বছরেরও বেশি বয়সী লোকের সংখ্যা মোট লোকসংখ্যার ১৩ শতাংশে দাঁড়াবে ।

    চীনের বিপুল সংখ্যক প্রবীণদের দেখাশুনা সমস্যা মোকাবিলা করার জন্য চীন এই ক্ষেত্রের কাজকর্ম বিকাশ সংক্রান্ত একটি বিস্তারিত কার্যক্রম প্রণয়ন করেছে এবং রাষ্ট্র , সমাজ , পরিবার ও ব্যক্তির মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রবীণদের দেখাশুনা সংক্রান্ত একটি কর্মসূচী চালু করবে । চীনের প্রবীণদের দেখাশুনা কাজকর্ম সংক্রান্ত কমিটির চেয়ারম্যান লি বেন্ কুং বলেছেন,

    বিভিন্ন স্তরের সরকারকে প্রবীণদের দেখাশুনা সংক্রান্ত কাজকর্ম স্থানীয় আর্থ-সামাজিক উন্নয়নের পরিকল্পনায় অন্তর্ভুক্ত করতে হবে , প্রবীণদের দেখাশুনা কাজকর্মকে অগ্রাধিকার দেয়া সংক্রান্ত বেশ কিছু নীতি প্রণয়ন করতে হবে এবং এ খাতে আরো বেশী অর্থ বরাদ্দ করতে হবে ।

    চীনে প্রবীণদের দেখাশুনার বিষয়টি এখনো অর্থ ও পরিসেবা ব্যবস্থা অভাবের সম্মুখীন । পরিসংখ্যান অনুযায়ী , বর্তমানে চীনে শুধু ৫ শতাংশ অর্থাত্ ৭০ লাখেরও বেশি প্রবীণ বৃদ্ধ-বৃদ্ধা আশ্রয় নিকেতনে থাকার আবেদন জানিয়েছেন । কিস্তু বর্তমানে চীনের বিভিন্ন ধরনের বৃদ্ধ-বৃদ্ধাদের আশ্রয় নিকেতনে শুধু ১৬ লাখ ৬০ হাজার প্রবীণের থাকার ব্যবস্থা করা যাচ্ছে । সুতরাং প্রবীণদের দেখাশুনার বিষয়টি কাজকর্ম ব্যাপকভাবে ছড়িয়ে দেয়ার লক্ষে চীন সরকার অর্থ বরাদ্দ বাড়ানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে । এর সঙ্গে সঙ্গে প্রবীণদের বাড়িতে শেষ জীবন কাটানো সংক্রান্ত ব্যবস্থা ও কর্মসূচীকেও উত্সাহ দেয়া হচ্ছে । এক বছর আগে পেইচিং শহরের শিছেং জেলার ইয়্যু থাং অঞ্চলে প্রবীণদের বাড়িতে শেষ জীবন কাটানো বিষয়ক একটি পরিসেবা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে । সরকারী অর্থ বরাদ্দে প্রতিষ্ঠিত এই পরিসেবা কেন্দ্রে এই অঞ্চলের বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য নানা রকম পরিসেবা যোগানো হয় । এই কেন্দ্রের দায়িত্বশীল ব্যক্তি মাদাম চাও ইং ছি বলেছেন ,

    এই কেন্দ্রে বৃদ্ধ-বৃদ্ধাদের রান্না-বান্না , খাবার পাঠানো , বাড়ির কাজ পরিসেবাসহ প্রবীণদের নিত্য জীবনযাপন সাহায্য বিষয়ক একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে । তা ছাড়া প্রবীণদের নিত্য জীবনধারা বৈচিত্র্যময় করে তোলার লক্ষে তাদের জন্য লিপিকলা ও ছবি আঁকার ব্যবস্থাও করা হচ্ছে ।

    এই অঞ্চলের ৭৪ বছর বয়স্ক বৃদ্ধ স্যু ফু সেন মস্তিষ্কে রক্তক্ষরণ রোগে আর তার স্ত্রী ডায়াবেটিকস্ রোগে আক্রান্ত হয়েছেন । তাদের ছেলেমেয়েরা বেশির ভাগ সময়ই কাজে ব্যস্ত থাকে । তাদের স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য আবাসিক এলাকার পরিসেবা কেন্দ্র তাদের জন্য নানা রকমভাবে সাহায্য করেছে । বৃদ্ধ স্যু ফু সেন বলেছেন ,

    আবাসিক এলাকার পরিসেবা কেন্দ্র বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য বেশ কিছু পরিসেবা দেয়া হচ্ছে । এটা ব্যাপক অধিবাসীদের সমাদর পেয়েছে ।

    শহরের চেয়ে চীনের গ্রামাঞ্চলে প্রবীণদের দেখাশুনা বিষয়ক ব্যবস্থা দুর্বল । গ্রামীণ প্রবীণদের দেখাশুনার পরিসেবা ব্যবস্থা এখনো পিছিয়ে রয়েছে । সেজন্য চীন সরকার যথাযথ ব্যবস্থা নিয়েছে । প্রথমে কৃষিকর্মে দায়িত্ব বন্টন ব্যবস্থা আরো সুসংবদ্ধ করতে হবে , কারণ কৃষকদের জমির ওপর নির্ভর করে জীবনযাপন করা প্রয়োজন। দ্বিতীয়তঃ প্রবীণদের বাড়িতে শেষ জীবন কাটাতে সাহায্য করার জন্য বৃদ্ধ-বৃদ্ধাদের সন্তান-সন্ততিদের উত্সাহ দেয়া হবে ।