সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের চাওয়া পাওয়া অনুষ্ঠান পরিবেশন করছি আমি আপনাদের বন্ধু লিলি। আজকের অনুষ্ঠানে আমি আগের মতোই আপনাদের পছন্দের গান শোনাবো।
বাংলাদেশের ঝিনাইদহ জেলার সোনার বাংলা রেডিও ক্লাবের এ.এইচ. এম গোলাম রসুল এবং রাবেয়া আক্তার রসুল আমাদের চাওয়া পাওয়াতে সৈয়দ আব্দুল হাদির কন্ঠে যে কোনো একটি গান শুতে চেয়েছেন। গানে বলা হয়েছে: কেউ কোন দিন আমারে তো কথা দিলনা, বিনি সুতার মালা খানি গাঁথা হলনা। দুঃখিত, বন্ধুরা, আমাদের কাছে এই গান না থাকায় সৈয়দ আব্দুল হাদির আরেকটি গান আপনাদের শোনাচ্ছি। গানের নাম "আমি তোমারি প্রেম"।আশা করি আপনারা গানটি পছন্দ করবেন।
বাংলাদেশের নরসিংদী জেলার নব অরুন বেতার শ্রোতা যুব সংঘের সম্পাদক সুমন সাহা শান্ত তাঁর চিঠিতে লিখেছেন, আমি চীন আন্তর্জাতিক বেতারের একজন নিয়মিত শ্রোতা। চাওয়া পাওয়া অনুষ্ঠান আমার খুব ভালো লাগে। তাই এই অনুষ্ঠানে আমার পছন্দের শিল্পী মিতালী মুখার্জীর কন্ঠে একটি গান শুনতে চাই। আশা করি শোনাবেন। অবশ্যই শোনাবো, প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন আমরা একসঙ্গে Akasher Shob Tara(আকাশে সব তারা) মিতালী মুর্খাজীর গাওয়া এই গানটি উপভোগ করবো।
বাংলাদেশের বগুড়া জেলার ডাকাহার বেতার বন্ধু সংসদের সভাপতি মো: ওমর ফারুক তাঁর চিঠিতে বলেছেন, আমি ও আমার ক্লাবের সবাই চাওয়া পাওয়া অনুষ্ঠানটি খুব পছন্দ করি। কিন্তু এ পর্যন্ত অনেক গানের অনুরোধ করেও একটি গান শোনানো হয়নি। অনেক আশা নিয়ে আবার ও দুটি গানের অনুরোধ করে পাঠালাম। প্রিয় বন্ধু ফারুক, এখন আমি আপনার এবং আপনাদের ক্লাবের সদস্যদের চাওয়া পূরণ করছি। সাধনা সারগামের গাওয়া বাংলা সিনেমার একটি গান শোনাবো। গানের নাম আমি তো ছায়ার মতোন। চলুন, একসাথে গানটি শুনবো আমরা।
বাংলাদেশের ময়মনসিংহ জেলার আচিক শর্টওয়েভ লিসনার্স ক্লাবের অনিসিম চিরিং রিছিল আমাদের অনুষ্ঠানে তাঁর প্রিয় ব্যান্ড শিল্পী হাসানের অনেক গান শুনতে চেয়েছেন। যেমন, লাল বন্ধু নীল বন্ধু, বাংলাদেশ, প্রশ্ন ইত্যাদি। বন্ধু, দেখা গেছে, আপনি সত্যিই হাসানের অনুরাগী। আচ্ছা, এখন আমরা একসাথে "স্বপ্ন আমার"নামে হাসানের গাওয়া গানটি শুনবো।
আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের চাওয়া পাওয়া এখানেই শেষ হলো। আগামী সপ্তাহের একই সময় আবার কথা হবে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন।
|