v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-10-13 20:04:37    
চীনে নতুন গ্রামাঞ্চলের নির্মাণ ও বিজ্ঞানসম্মত বিকাশ বিশ্ববাসীদের দৃষ্টি আকর্ষণ করেছে

cri
    দক্ষিণ কোরিয়ার চীন বিষয়ক বিশেষজ্ঞ , " একুশ শতাব্দির চীন" নামক দক্ষিণ কোরিয়ার পত্রিকার সাধারণ সম্পাদক ফেই রান হাই সম্প্রতি চীনের সিন হুয়া বার্তা সংস্থার সংবাদদাতাদের দেয়া এক সাক্ষাতকারে বলেছেন, চীনের অর্থনীতির দীর্ঘকালীন ও টেকসই বিকাশ এবং সামাজিক স্থিতিশীলতার ক্ষেত্রে নতুন সমাজতান্ত্রিক গ্রামাঞ্চল নির্মাণের বিষয়ের গুরুত্বপূর্ণ তাত্পর্য রয়েছে । আজকের অনুষ্ঠানে তার বক্তব্য সম্পর্কে কিছু বলছি আমি শি চিং উ ।

    ফেই রান হাইয়ের বয়স ৪৫ বছর । তিনি দক্ষিণ কোরিয়ার কম্পিউটার বিশ্ববিদ্যালয়ের চীনা বিদ্যালয়ের অধ্যাপক । তিনি দীর্ঘদিন ধরে চীনের ওপর গবেষণা করছেন । তাঁর মতে চীনের আয়তন বিশাল , লোকসংখ্যা বেশি এবং বিভিন্ন অঞ্চলের মধ্যে বিরাট ব্যবধান বিদ্যমান রয়েছে ।

    তিনি বলেছেন , চীনের জাতীয় গণ কংগ্রেস ও গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের প্রতি বছরের নিয়মিত অধিবেশনে প্রস্তাবগুলো সংশোধন ও সেগুলো নিয়ে আলোচনার সময় চীনের বিভিন্ন মহলের বিশেষজ্ঞদের আমন্ত্রণ করা হয় । তিনি মনে করেন , এটা একটি ভালো উপায় । বিশেষজ্ঞদের মতামত শুনলে অধিবেশনে গৃহীত প্রস্তাব ও সিদ্ধান্তগুলো আরো বিজ্ঞানসম্মত হবে এবং আরো ব্যাপক ক্ষেত্রে সম্প্রসারিত হবে এবং চীনের আর্থ-সামাজিক বিকাশকে আরো ত্বরান্বিত করবে ।

    তিনি বলেছেন , এ বছরের অধিবেশনে নতুন সমাজতান্ত্রিক গ্রামাঞ্চল নির্মাণের কাজকে আলোচ্যসূচীতে যে অন্তর্ভূক্ত করা হয়েছে , তা সময়োচিত ও নির্ভূল । চীনে সংস্কার ও উন্মুক্ততার নীতি চালু হওয়র পর অর্থনীতির দ্রুত উন্নতি হয়েছে এবং চীনের অর্থনৈতিক শক্তি বিপুলভাবে বেড়ে গেছে । তবে চীনের বিকাশে ভারসাম্যহীনতা দেখা দিয়েছে । শহর ও গ্রামাঞ্চলের ব্যবধান এবং ধনী ও দরিদ্রদের পার্থক্য বেড়েই চলেছে । সমাজে অস্থিতিশীলতার উপাদানও বাড়ছে । নতুন সমাজতান্ত্রিক গ্রামাঞ্চল নির্মাণের কাজ চীনের অর্থনৈতিক বিকাশে বিদ্যমান ভারসাম্যহীনতা কমানো এবং গ্রামাঞ্চল ও সমাজের স্থিতিশীলতার পক্ষে হিতকর হবে ।

     তিনি বলেছেন , দক্ষিণ কোরিয়ার অভিজ্ঞতার আলোকে শহুরে অর্থনীতির প্রভূত উন্নতির পর পরই গ্রামীণ অর্থনীতির উন্নতি সাধনের দরকার পড়বে । গ্রামাঞ্চল নির্মাণের কাজ হচ্ছে শহর নির্মাণের ক্ষেত্রে উন্নয়নের পরবর্তী পর্যায় । ১৯৯৯ সালে চীন দেশের পশ্চিমাংশের ব্যাপক উন্নয়নের রণকৌশল উত্থাপন করেছে । এখন চীন আবার নতুন সমাজতান্ত্রিক গ্রামাঞ্চল নির্মাণের বিষয়টি উত্থাপন করেছে । চীনের এই দুটো উদ্যোগ পরস্পরের সংগে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে এবং তা পরস্পরকে সামনে এগিয়ে নিতে যেতে পারে । চীনে নতুন গ্রামাঞ্চল নির্মাণের কাজের কল্যাণে গ্রামাঞ্চলের উন্নয়ন ঘটবে , কৃষকদের শিক্ষাগত মানোন্নয়ন ঘটবে ,গ্রামাঞ্চলের বাজারের চাহিদা সম্প্রসারিত হবে এবং চীনের অর্থনীতির উন্নতির চালিকা শক্তিও বাড়বে । তিনি মনে করেন , চীনের গ্রামাঞ্চলের উন্নতি ঘটলে দক্ষিণ কোরিয়া সহ অন্যান্য দেশের ব্যবসায়ীরাও চীনে পুঁজি বিনিয়োগের বেশি সুযোগ পাবেন ।

    ফেই রান হাই মনে করেন , চীনের একাদশ পাঁচশালা কার্যক্রমের গভীর তত্পর্য রয়েছে । অতীতে এটাকে পাঁচশালা পরিকল্পনা বলা হতো । এখন এটাকে পাঁচশালা কার্যক্রম বলা হচ্ছে । এতে প্রমাণিত হয়েছে যে, চীনের অর্থনীতি বৃদ্ধির পদ্ধতির পরিবর্তন ঘটেছে । গত কয়েক বছরে চীনের অর্থনীতির দ্রুত উন্নতি ঘটলেও অর্থনীতির স্থুল বিকাশ এবং পরিবেশগত সমস্যাও প্রকট হয়ে ওঠেছে । অতীতে চীন বিপুল পরিমাণ পুঁজি বিনিয়োগের ওপর নির্ভর করে অর্থনীতির উন্নতি সাধন করেছে এবং একতরফাভাবে জি ডি পির বৃদ্ধি হারের ওপর বেশি নজর দিয়েছে , তবে জ্বালানী সম্পদের সাশ্রয় ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের কাজকে উপেক্ষা করেছে । এখন চীন বিজ্ঞানসম্মত বিকাশ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পদ্ধতির পরিবর্তনের যে অভমত প্রকাশ করেছে , তা অত্যন্ত সঠিক ।

    তিনি বলেছেন , চীন এখন সার্বিকভাবে স্বচ্ছ সমাজ গড়ে তোলার লক্ষ্যের দিকে অগ্রসর হচ্ছে । চীনের ভবিষ্যত অর্থনৈতিক উন্নয়নের কেন্দ্রবিন্দু একতরফাভাবে পরিমাণ বাড়ানো নয়, বরং গুণগত মান উন্নত করাই হচ্ছে লক্ষ্য । চীনে সংস্কার ও উন্মুক্ততার নীতি চালু হওয়ার পর চীনের অর্থনীতিতে কয়েকবার উত্থান-পতন ঘটেছে । সেগুলো সবই ছিল একতরফাভাবে জি ডি পির বৃদ্ধির হার অন্বেষণের পরিণতি । চীনের অর্থনীতি স্থিতিশীলভাবে ও উন্নত মানে বিকাশ হবে কি না , অন্যান্য দেশের পুঁজি বিনিয়োগকারীরা তার ওপর বিশেষ মনোযোগ দিচ্ছেন । কেন না চীনের অর্থনীতির সুষ্ঠু বিকাশ ঘটলেই কেবল চীনে তাদের পুঁজি বিনিয়োগের প্রত্যয় বেড়ে যাবে ।

    ফেই রান হাই বলেছেন , অর্থনৈতিক প্রবৃদ্ধির পদ্ধতির পরিবর্তন করা , যথোপযুক্তভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কমানো ,উন্নত বিজ্ঞান ও প্রযুক্তিসম্পন্ন শিল্পের উন্নতি সাধন করা এবং অথনৈতিক প্রবৃদ্ধির মান উন্নত করা চীনের অর্থনীতির নিরন্তর ও স্থিতিশীল বিকাশের পক্ষে হিতকর হবে ।

    উত্তর- পূর্ব চীনের লিয়াও নিং প্রদেশের এক হাজার দোকান গ্রামাঞ্চলে প্রবেশ করেছে । এখন এই সম্পর্কে কিছু বলছি ।

    লিয়াও নিং প্রদেশের হাই ছেং ও ফা খু জেলায় সুপার মার্কেট ভ্রমণ স্থানীয় কৃষকদের কাছে একটি নতুন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে । লিয়াও নিং প্রদেশের বাণিজ্য বিভাগের এক পরিসংখ্যান থেকে জানা গেছে , বর্তমানে এই প্রদেশের মোট ১৩০টি সুপার মার্কেট সরাসরি পরিচালনা বা জোট গঠনের মাধ্যমে বিস্তীর্ণ গ্রামাঞ্চলে ১ হাজার ৪ শ'রও বেশি দোকান খুলেছে । এই বছরের শেষ নাগাদ লিয়াও নিং প্রদেশের গ্রামাঞ্চলের এ রকম দোকানের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে যাবে বলে অনুমাণ করা হচ্ছে ।

    এই বছরের গোড়ার দিকে চীনের গ্রামাঞ্চলে খুচরা বিক্রির বিস্তারের জন্যে চীনের বাণিজ্য মন্ত্রণালয় লিয়াও নিং প্রদেশে পরীক্ষার কাজ চালায় । এই প্রদেশের বিভিন্ন স্থানীয় সরকার গ্রামাঞ্চলে খুচরা বিক্রির বাজার সম্প্রসারণের জন্যে নানা ধরণের সুবিধাজনক নীতি অবলম্বন করেছে । যেমন আন শান ও হাই ছেং পৌর সরকার গ্রামাঞ্চলে সুপার মার্কেট খোলার ব্যাপারে সহায়তার জন্যে প্রতি বছর পৃথক পৃথকভাবে আর্থিক বাজেট থেকে ২০ লাখ ইউয়ান বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে । হাই ছেং শহরের ই চিয়া কোম্পানি এই বছর আশেপাশের ৬১টি গ্রামে ৬২টি সুপার মার্কেট খুলেছে ।