v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-10-13 19:41:42    
তাইওয়ানের কৃষি দ্রব্যাদির প্রবেশের জন্যে আনহুই প্রদেশের সুবিধা নীতি

cri
    **ছিংতাও: পাঁচ বছরের মধ্যে প্রতি গ্রামেরক ক্লিকে বিশ্ববিদ্যালয়ের একজন চিকিত্সা স্নাতক নিয়োগের লক্ষ্য বাস্তবায়িত হবে

    শাংতোং প্রদেশের ছিংতাও শহর সাম্প্রতিক বছরগুলোতে বিপুলমাত্রায় কৃষকদের চিকিত্সার মান বাড়াচ্ছে। বর্তমানে এই শহরে মহকুমা এবং গ্রামের ক্লিকের নির্মাণ কাজ জোরদার করছে। ২০১০ সালে প্রতি গ্রামের ক্লিনিকেই বিশ্ববিদ্যালয়ের একজন স্নাতক থাকবে এবং গ্রামের নতুন সহযোগিতামূলক চিকিত্সা ব্যবস্থায় অংশ নেয়ার হার ৯৫শতাংশে পৌঁছানোর লক্ষ্য বাস্তবায়িত হবে। ফলে প্রত্যেক কৃষক প্রাথমিক স্বাস্থ্যরক্ষার পরিসেবা ভোগ করতে পারবে।

    ** তাইওয়ানের কৃষি দ্রব্যাদির প্রবেশের জন্যে আনহুই প্রদেশের সুবিধা নীতি

    আনহুই প্রদেশের সরকার সূত্রে জানা গেছে, তাইওয়ানের কৃষি পণ্যের প্রবেশের জন্যে আনহুই প্রদেশ সম্প্রতি ধারাবাহিক কিছু সুবিধাজনক নীতি প্রণয়ন করেছে। এর লক্ষ্য হচ্ছে উপকূলীয় স্থলবন্দরে পৌঁছার পর তাইওয়ানের কৃষি দ্রব্য দির জন্যে একটি অবাধ "সবুজ পথ"প্রতিষ্ঠা করা।

    **তাইওয়ানী পুঁজির কৃষি শিল্পপ্রতিষ্ঠান কুয়াংতোং প্রদেশের চোংশান শহরের কৃষি উন্নয়নের একটি শক্তি

    ১৯৯৮ সালে প্রথম তাইওয়ানী কৃষক লু বোওয়েন চোংশান শহরের দক্ষিণাঞ্চলে কৃষি ক্ষেত্রে পুঁজি বিনিয়োগ করেছিলেন। এর পর চোংশান শহরের কৃষি ক্ষেত্রে তাইওয়ানী কৃষকদের পুঁজি বিনিয়োগের ইতিহাস দশ বছর পার হয়ে গেছে। তাইওয়ানী পুঁজির কৃষি শিল্পপ্রতিষ্ঠানগুলো যার যার শ্রেষ্ঠ বীজ, উন্নততর উত্পাদন প্রযুক্তিসহ বিভিন্ন প্রাধান্য দিয়ে চোংশান শহরের শ্রেষ্ঠ, উচ্চফলনশীল কৃষি ক্ষেত্রে একটি প্রাণ শক্তিতে পরিণত হয়েছে।

    **শানতোং: গ্রাম থেকে আসা শ্রমিকদের নিম্নতম বেতন প্রতি দু'বছর পর পর পরিবর্তন করা হবে

    সম্প্রতি শানতোং প্রদেশে প্রকাশিত একটি দলিলপত্রে যুক্তিসঙ্গতভাবে গ্রাম থেকে আসা শ্রমিকদের বেতন নির্ধারন করা ও বাড়ানো এবং তাদের বেতন স্বাভাবিক বৃদ্ধি ও বেতন দেয়া বিষয়ক ব্যবস্থাটি সুনিশ্চিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে গ্রাম থেকে আসা শ্রমিকদের বেতন খুবই কম এই অবস্থার পরিবর্তন করা যাবে এবং প্রতি মাসে যার যার বেতন পাবে এবং শহরে শ্রমিকদের মত সমান বেতন দেয়া যাবে।