হে প্রিয় সি আর আই
চিরকালই তুমি যেন এক মায়াবী
ইন্দ্রজালে স্বপনের নকশা দূর থেকে বয়ে।
দিনমান বৃষ্টিস্নাত পবিত্র চিন্তাধারায়
তোর মাঝে ফুটে উঠে মায়া মমতায়
ফিরে ফিরে মম চিত্তে স্বপ্ন দেখায় সে
কতকাল ধরে সন্দরের প্রত্যাশায়।
---বাংলাদেশের নাটোর জেলার উত্তরান সি আর আই লিসনার্স ক্লাবের মোহাম্মদ আরিফুল আলাম মিলন
|