মোলদোভা প্রজাতন্ত্র ইউরোপের মধ্য অঞ্চলে অবস্থিত। তা একটি অভ্যন্তরীণ দেশ। তার পশ্চিম দিকে রোমানিয়া, তার পূর্ব, দক্ষিণ ও উত্তর দিক ইউক্রেনের সঙ্গে সংলগ্ন।
মোলদোভার আয়তন মোট ৩৩.৮ হাজার বর্গকিলোমিটার। লোকসংখ্যা প্রায় ২.৮৪ লাখ (২০০২ সাল) , এর মধ্যে মোলদোভা অধিবাসী প্রায় ৬৫ শতাংশ হয় , ইউক্রেন অধিবাসী প্রায় ১৩ শতাংশ হয় এবং রাশিয়ার অধিবাসী প্রায় ১৩ শতাংশ হয়।
তাদের অধিকাংশ দ্র্য অর্থোডক্স ইস্টার্ন গীর্জা বিশ্বাস করে। মোলদোভার সরকারী ভাষা হলো মোলদোভা ভাষা এবং রাশিয়া ভাষা। রাজধানী হলো কিশিনেভ।
১৯১৮ সালের জানুয়ারী মোলদোভা সাধীনতা ঘোষণা করেছে। ১৯৪০ সালের জুন মাসে মোলদোভা সোভিয়েট ইউনিয়নের ১৫টি সদস্য দেশের অন্যতম হয়েছে ।
সোভিয়েট ইউনিয়ন ভেঙে হবার পর, ১৯৯১ সালের ২৭ আগস্ট মোলদোভাআবার সাধীনতা ঘোষণা করেছে। এবং এ বছরের ২১ ডিসেম্বর মোলদোভা কমনওয়েলথের সদস্যদেশগুলোর ভেতরে যোগদান করেছে ।
১৯৯৩ সালের ৫ আগস্ট মোলদোভার সংসদ কমনওয়েলথের সদস্যদেশগুলোর ভেতরে যোগদানের সিদ্ধান্ত নাচক করেছে। ১৯৯৪ সালের ৮ এপ্রিল মোলদোভার সংসদ কমনওয়েলথের সদস্যদেশগুলোর ভেতরে আবার যোগদানের রাজি দিয়েছে।
মোলদোভা হলো একটি কৃষি প্রধান দেশ, তার প্রধান কৃষি পণ্য হচ্ছে ভুট্টা, গম, চাল , ভুট্টাজাতীয় খাদ্যশস্য ও বজরা ইত্যাদি। প্রধান আর্থিক পণ্য হচ্ছে কফি, তুলা, লিলাক, চা ও তামাক পাতা ইত্যাদি।
মোলদোভার খনিজসম্পদ প্রচুর, আবিষ্কৃত খনিজসম্পদ যেমন: হীরক, সোনা, খনিজ, লোহা, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি।
মোলদোভার কৃষি পণ্যের প্রক্রিয়াকরণ ও হালকা শিল্পকারখানা আছে । এর মধ্যে রয়েছে বস্ত্র, প্রস্তুতকৃত খাদ্য , চামড়া, জুতা সহ চামড়া জাত পণ্য, সিমেন্ট, কাগজ, টায়ার ও কৃষিসার ইত্যাদি।
১৯৯২ সালের ৩০ জানুয়ারী মোলদোভার সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।
|