v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-10-12 19:43:05    
চীনের কমিউনিস্ট পার্টির ষষ্ঠদশ কেন্দ্রীয় কমিটির ষষ্ঠ পূর্ণাঙ্গ অধিবেশন বিষয়ক ইস্তাহার প্রকাশিত হয়েছে

cri
    চীনের কমিউনিস্ট পার্টির ষষ্ঠদশ কেন্দ্রীয় কমিটির ষষ্ঠ পূর্ণাঙ্গ অধিবেশন চার দিন চলার পর ১১ অক্টোবর পেইচিংয়ে শেষ হয়েছে । পূর্ণাঙ্গ অধিবেশনে সমাজতান্ত্রিক সুষম সমাজ গড়ে তোলা সংক্রান্ত চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রস্তাব গৃহিত হয়েছে । কেন্দ্রীয় কমিটির পার্টি-ক্যাডার প্রশিক্ষণ বিদ্যালয়ের প্রফেসর মাদাম কাও সিং মিন মনে করেন যে , এই প্রস্তাব থেকে বোঝা যায় যে , সমাজতন্ত্রের ব্যাপারে চীনের কমিউনিস্ট পার্টির ধারণা আরো গভীর হয়েছে । এতে পার্টির দেশ-প্রশাসন বিষয়ক ধারণা ,এবং এই ধারণার বিকাশ তুলে ধরা হয়েছে ।

    পার্টির ষষ্ঠদশ কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ অধিবেশনে সুষম সমাজ গড়ে তোলার কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে যে প্রস্তাব গৃহিত হয়েছে , তা এমন একটি গুরুত্বপূর্ণ কৌশলগত ব্যবস্থা , যার মাধ্যমে ১৩ কোটি নাগরিকের অন্ন-বস্ত্র সমস্যা সমাধানের পর সমগ্র দেশের জনগণের উপকার বাড়ানো হবে , ন্যায়পরায়ন সমাজ গড়ে তোলা হবে এবং আর্থ-বাণিজ্যিক উন্নয়ন ত্বরান্বিত করা হবে ।

    চীনের কমিউনিস্ট পার্টির দেশ শাসনের সারমর্ম হল জনগণের সেবা করা । কেন্দ্রীয় কমিটির পার্টি-ক্যাডার প্রশিক্ষণ বিদ্যালয়ের প্রফেসর কাও সিং মিন ১১ অক্টোবর সংবাদদাতাকে দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন , পার্টির পূর্ণাংগ অধিবেশনে গৃহিত প্রস্তাবে তিন দিক থেকে পার্টির দেশ প্রশাসন বিষয়ক ধারণার বিকাশ প্রকাশ পেয়েছে । ফলে পার্টির দেশ-প্রশাসন বিষয়ক সারমর্ম আগের চেয়ে আরো গভীর হয়েছে ।

    এক, দেশ ও জনগণের সেবা করার ব্যাপারে পার্টির ধারণা আরো গভীর হয়েছে । সমাজ কাঠামোর ব্যাপক পরিবর্তন হওয়ার পরিপ্রেক্ষিতে ন্যায়পরায়নতা জনগণের সেবা করার সবচেয়ে ভাল উপায় । দুই, সুষম সমাজ গড়ে তোলা , বৈজ্ঞানিক উন্নয়ন বিষয়ে পার্টি যে বেশ কয়েকটি ধারণা উপস্থাপন করেছে , তা থেকে প্রতিপন্ন হচ্ছে যে , উন্নয়নের বিষয়ে চীনের কমিউনিস্ট পার্টির ধারণার ব্যাপক পরিবর্তন হয়েছে । এতে জনগণের মৌলিক মৌলিক অধিকারের প্রতি মর্যাদা প্রদর্শন করা হয়েছে । তিন , সমাজতন্ত্রের ক্ষেত্রে পার্টির আরো গভীর ধারণা পাওয়া গেছে । এবারের পূর্ণাঙ্গ অধিবেশনে বলা হয়েছে , সমাজের সুষমতা সমাজতন্ত্রের সারমর্ম ।

    চীনে এখনো সাম্যবাদী সমাজ গড়ে তোলার ক্ষেত্রে কয়েকটি বিরোধ ও সমস্যা বিরাজ করছে । যেমন বুনিয়াদি ব্যবস্থা নির্মাণে ভূমিহীন কৃষকদের , কর্মচ্যুত শ্রমিকদের পুনঃকর্মসংস্থান, জনসাধারণের লেখাপড়া ও চিকিত্সা সমস্যার জন্য যে বিরোধ দেখা দিয়েছে , তা থেকে প্রতীয়মান হচ্ছে যে , সমাজের সংলাপ ব্যবস্থা পূর্ণাঙ্গ হয় নি , জনসাধারণের স্বার্থ বিষয়ক মতামত সরকারের কাছে সুষ্ঠুভাবে পৌঁছে দেয়া হয় নি এবং সমাজের নিশ্চয়তা ব্যবস্থা পূর্ণাঙ্গ হয় নি ।

    এবারের অধিবেশনে সুষম সমাজ গড়ে তোলা বিষয়ক বিস্তারিত লক্ষ্য পেশ করা হয়েছে । এই লক্ষ্য অনুযায়ী , ২০২০ সালের মধ্যে গণতন্ত্র ও আইন ব্যবস্থা আরো পূর্ণাঙ্গ হবে , জনগণের স্বার্থ আরো কার্যকরভাবে নিশ্চিত করা হবে , উন্নয়নের ক্ষেত্রে শহর ও গ্রামাঞ্চল এবং বিভিন্ন অঞ্চলের ব্যবধান ধীরে ধীরে কমে যাবে । আয় ও বন্টনের একটি যুক্তিযুক্ত ও সুশৃঙ্খল কাঠামো গড়ে তোলা হবে , কর্মসংস্থানের সমস্যা সুষ্ঠুভাবে মীমাংসা করা হবে , জ্বালানী ব্যবহারের হার বিপুলমাত্রায় বৃদ্ধি পাবে এবং পরিবেশ অনেক উন্নত হবে । প্রফেসর কাও সিং মিন বলেছেন ,

    চীনের কমিউনিস্ট পার্টি সুষম সমাজ গড়ে তোলার যে আহবান জানিয়েছে , তার উদ্দেশ্য ব্যবস্থা জোরদার করা । তিনি মনে করেন যে , সুষম সমাজ গড়ে তোলার পাশাপাশি পার্টির দেশ প্রশাসনের ক্ষমতাও আরো উন্নত করা উচিত । সুষম সমাজ গড়ে তোলার জন্য পার্টিকে নির্ভুলভাবে নেতৃত্ব দিতে হবে এবং সকল শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে । এটা যেমন পার্টির নেতৃত্বের রীতি-প্রথা তেমনি পার্টির নেতৃত্বের পদ্ধতি ও দেশ প্রশাসনের পদ্ধতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ।