ইরানের প্রেসিডেন্ট মাহম্মুদ আহমাদিনেজাদ ১১ অক্টোবর তেহরানে বলেছেন, ইরানকে শাস্তি দেয়ার বিষয়ে জাতিসংঘের কথিত প্রস্তাব শুধু পশ্চিমাদের অবাস্তব হুমকি। ইরানের পরমাণু পরিকল্পনা বিষয়ে নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপের অধিকার নেই। পশ্চিমাদের শাস্তির হুমকিতে ইরান ভীত নয়।
আহমেদিনেজাদ এদিন তেহরানের উপকন্ঠে বক্তৃতা দেয়ার সময়ে বলেছেন, পশ্চিমা দেশগুলো একধরণের অবাস্তব হুমকির মাধ্যমে ইরানী জনগণের বৈঠ অধিকার থেকে বঞ্চিত করতে চায়। ইরানের পরমাণু পরিকল্পনায় পাস্চাত্যের হস্তক্ষেপের ক্ষমতা নেই। নিরাপত্তা পরিষদেরও ক্ষমতা নেই।
আহমাদিনেজাদ তাঁর বক্তৃতায় পশ্চিমা দেশগুলোর উদ্দেশ্যে ইরানের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাব পোষণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইরানের কোনো পক্ষের সঙ্গে যুদ্ধ করার ইচ্ছা নেই।
|