চীনের পূর্ত মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা ছিনহোন ১২ অক্টোবর পেইচিংয়ে বলেছেন , পরবর্তী পাঁচ বছরে শহরাঞ্চল পরিষ্কার করা , পাবলিক টয়লেক নির্মাণ ও মেরামত এবং শহরের ঘাসে ছাওয়া ভূমি বাড়ানোর জন্য সরকার এক ট্রিলিয়ন ইউয়ান বরাদ্দ করবে ।
তিনি আরো বলেছেন , শহরের পরিবেশ উন্নত করার জন্য সরকারী বরাদ্দ ছাড়া বেসরকারী বিনিয়োগকে উত্সাহ দেয়া হবে । চীন সরকার দুষিত পানি ও আবর্জনার প্রক্রিয়াকরণ কাজকে গুরুত্ব দেয় । ২০১০ সালে চীনের শহরাঞ্চলের দুষিত পানির প্রক্রিয়াকরণের পরিমান ৭০ শতাংশ ছাড়িয়ে যাবে ।
বর্তমানে চীনের শহরাঞ্চলের ঘাসে ছাওয়া ভূমির আয়তন প্রতি বছর ১০ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে । চীনের অনেক শহর উদ্যান নগরে পরিণত হয়েছে ।
|