১২ অক্টোবর চীন সরকারের প্রকাশ করা ' চীনের মহাকাশ পরিকল্পনা ' নামক শ্বেতপত্রে বলা হয়েছে , মনুষ্যবাহী মহাকাশ যাত্রা ও চাঁদ অনুসন্ধান হবে পরবর্তীকালে চীনের মহাকাশ যাত্রার প্রধান লক্ষ্য ।
শ্বেতপত্রে বলা হয়েছে , পরবর্তী পাঁচ বছরে চীন মনুষ্যবাহী মহাকাশ যাত্রা পরিকল্পনা কার্যকর করবে । এই পাঁচ বছরে নভোচারীদের কেবিন থেকে বের করার পরীক্ষা চালানো হবে , নভোচারীরা দীর্ঘ দিন থাকতে পারেন এমন মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠিত হবে , চীনের প্রথম চাঁদ অনুসন্ধ্যান উপগ্রহ উত্ক্ষেপন করা হবে এবং চাঁদের বৈজ্ঞানিক অনুসন্ধান শুরু হবে ।
শ্বেতপত্রে আরো বলা হয়েছে , চীন সমতা ও পারস্পরিক কল্যানের ভিত্তিতে অন্যান্য দেশের সঙ্গে মহাকাশ বিষয়ক আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা জোরদার করবে ।
|