v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-10-12 13:15:38    
 চিলির প্রথম নারী প্রেসিডেন্ট বাছেলেট

cri
  মিছেল্লা বাছেলেট ১৯৫১ সালের ২৯ সেপ্টেম্বর চিলির রাজধানী সানটিয়াগোয় জম্ম গ্রহণ করেন। তাঁর বাবা আলবের্টো বাছেলেট চিলির বিমান বাহিনীর মেজর জেনারেল ছিলেন। তাঁর মা একজন প্রত্নত্বত্ত্ববিদ। ছোট বেলায় বাবার কর্মস্থলের কারণে তিনি তাঁর বাবার সঙ্গে বিদেশের বহু জায়গায়ে কাটিয়েছেন। ১৯৭০ সালে তিনি চিলি বিশ্ববিদ্যালয়ের চিকিত্সাবিদ্যা বিভাগে ভর্তি হন। একই বছরে তিনি চিলির সমাজতন্ত্রী পার্টির সদস্যে পরিণত হন এবং ছাত্রছাত্রীদের নেতা হিসেবে আন্দোলন সংগঠিত করেন।

  ১৯৭৩ সালে পিনোচেট সামরিক অভূক্ষান ঘটানোর পর বাছেলেটের বাবা বন্দী হন। ১৯৭৫ সালে বাছেলেট ও তাঁর সামরিক সরকারের হাতে কয়েক মাস বন্দি থাকেন। মুক্তি হবার পর তিনি ও তার মা অষ্ট্রেলিয়া ও পূর্ব জার্মানীতে উদ্ধাস্তু জীবন যাপন করেন।

  ১৯৭৯ সালে তিনি চিলি ফিরে আসেন। ১৯৯৬ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি পৃথক পৃথক রাষ্ট্রীয় রাজনীতি ও প্রকৌশল গবেষণা ইনস্টিটিউট এবং মার্কিন যুক্তরাষ্ট্র প্যান মার্কিন প্রতিরক্ষা কলেজে সামরিক বিদ্যার কোর্স পড়েন।

  ১৯৯০ সালে বাছেলেট পৃথক পৃথকভাবে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেন। ২০০০ সালে তিনি স্বাস্থ্যমন্ত্রী হন। ২০০২ সালে তিনি চিলির প্রথম নারী প্রতিরক্ষা মন্ত্রী হন। তিনি স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী দায়িত্ব পালনের সময়ে জনগণের চিকিত্সা সমস্যার সমাধান এবং সরকার ও সশস্ত্র বাহিনীর সম্পর্ক সমন্বিত করায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

  ২০০৪ সালের সেপ্টেম্বর মাসে তিনি প্রতিরক্ষা মন্ত্রী পদ ত্যাগ করেন। যাতে চিলির প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়া যায়। ২০০৬ সালের ১৫ জানুয়ারী মাসে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে বিজয় লাভ করেন। তিনি হন চিলির প্রথম নারী প্রেসিডেন্ট।