১৯৯৬ সালের মে মাসে চীনের তত্কালীন প্রধানমন্ত্রী চু রোংচি চিয়াংসি প্রদেশের চিংতেচেন পরিদর্শনের সময় নির্দেশ দিয়েছেন যে, "চীনে শুধু একটি চিংতেচেন রয়েছে, চিংতেচেনকে চীনের চীনা মাটি রপ্তানীর ঘাঁটিতে পরিণত করা হবে । এ নির্দেশ অনুযায়ী সম্পূর্ণভাবে চিংতেচেন চীনা মাটির সুনাম ব্যবহার করার মাধ্যমে আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতামূলক শক্তি উন্নত করা এবং চিংতেচেন চীনা মাটি শিল্পে আধুনিক কোম্পানি ব্যবস্থা প্রতিষ্ঠা দ্রত করার জন্য স্থানীয় সরকারের অনুমোদনে ১৯৯৬ সালের নভেম্বর মাসে চিংতেচেন চীনা মাটি লিমিডেট কোম্পানি প্রতিষ্ঠিত হয় । এ কোম্পানি চীনের চিংতেচেন চীনা মাটি কারখানা, কুয়াংমিং চীনা মাটি কারাখানা, হোংসিং চীনা মাটি কারখানা, ওয়েইমিন চীনা মাটি কারখানা এবং ইয়াওসিয়ান কারাখানা নিয়ে গঠিত । এ কোম্পানির প্রতিষ্ঠা থেকে প্রতীয়মান হয় যে, চিংতেচেন চীনা মাটি শিল্প ঐতিহ্যিক ধারা থেকে আধুনিক মৃত্শিল্পে পদার্পণ করেছে । এ কোম্পানিতে চীনের রাষ্ট্রীয় পর্যায়ের চীনা মাটি সংস্কারপ্রযুক্তির মানদন্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ চারটি চীনা মাটি উত্পাদন লাইন এবং একটি উন্নত মানের চীনা মাটি উত্পাদন লাইন রয়েছে । প্রত্যেক বছর ২.২ কোটি উচ্চ মানের দৈনন্দিন মৃত্শিল্পজাতপণ্য এবং ৭২০ টন অন্যান্য উন্নত মানের মৃত্শিল্পজাত পন্য উত্পাদিত হয় । বর্তমানে এ কোম্পানির স্থিতিকৃত পুঁজি ৩৬ কোটি ইউয়ান । শ্রমিক সংখ্যা ১২১২ জন, তাদের মধ্যে মধ্য বা উচ্চ পর্যায়ের প্রযুক্তি কর্মী ৮৭ জন । কোম্পানির মোট চারটি শাখা কারখানা রয়েছে : চীনের চিংতেচেন মৃত্শিল্প কারাখানা, দু নং চীনা মাটি কারখানা , তিন নং চীনা মাটি কারখানা এবং উন্নত মানের চীনা মাটি কারখানা ।
চিংতেচেন চীনা মাটি কোম্পানি উত্পাদিত মৃত্শিল্পের প্রকার সংখ্যা অনেক বেশি । দেশী ও বিদেশী খাবারের প্লেট,কফির পেয়ালা , চায়ের পেয়ালা ,হোটেলে ব্যবহৃত স্বাস্থসম্মত চীনা মাটির পণ্য এবং উন্নত মানের মৃত্শিল্পজাত পণ্য । প্রকার সংখ্যা ১০২০টিরও বেশি । "রেড লীফ" ট্রেডমার্ক চীনা মাটির শ্রেষ্ঠ গুণগতমান রয়েছে । এর পণ্যদ্রব্য দেখতে উজ্জ্বল ও পরিষ্কার,ডিজাইনও বৈশিষ্ট্যসম্পন্ন। কোনো বিষাক্ত উপাদান নেই এবং উচ্চ তাপমাত্রাও রোধ করতে পারে , মাইক্র আভেনে ব্যবহৃত হতে পারে । এ জন্য রেড লীফ ট্রেডমার্ক চীনা মাটির পণ্যদ্রব্য "আন্তর্জাতিক সবুজ পরিবেশ সংরক্ষিত স্বাস্থসম্মত চীনা মাটি"র সুনাম লাভ করেছে । চিংতেচেন চীনা মাটি লিমিডেট কোম্পানি চীনের উন্নত ব্যবস্থাপনা,প্রথম শ্রেণীর প্রযুক্তি ও প্রশাসনসম্পন্ন একটি কোম্পানি এবং বৃহত্তম আধুনিক চীনা মাটি উত্পাদন শিল্পপ্রতিষ্ঠান হিসেবে চিয়াংশি প্রদেশের চিংতেচেন শহরের চীনা মাটির প্রধান শিল্পপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে । ২০০০ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত প্রত্যেক বছরে "রেড লীফ" ট্রেডমার্ক চীনা মাটির পণ্যদ্রব্য দেশী বিদেশী নানা ধরনের পুরস্কার লাভ করেছে ।
রেড লীফ ট্রেডমার্ক চীনা মাটির পণ্যদ্রব্যের চমত্কার মান থাকায় চীনের বিশেষ উপহার হিসেবে সেগুলো বিদেশী অতিথিদের দেয়া হয় থাকে । চীনের তত্কালীন প্রেসিডেন্ট চিয়াং জেমিন যুক্তরাষ্ট্র সফরকালে রেড লীফ ট্রেডমার্ক চীনা মাটি শ্রেষ্ঠ উপহার হিসেবে মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশকে দিয়েছিলেন ।
|