বাংলাদেশের বগুড়া জেলার প্রিয় জন্মভূমি বেতার সংঘের শ্রোতা এম মিনহাজ উদ্দিন বিপুল তাঁর চিঠিতে দু'টো প্রশ্ন করেছেন। প্রথমটি হল, বাংলাদেশের প্রধান মন্ত্রী এ পযর্ন্ত চীনে কয়বার ভ্রমন করেছেন? দ্বিতীয়টি হল, চীনে ছোট বড় কয়টি নদী আছে? এখন প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছি । বাংলাদেশের প্রধান মন্ত্রী খালেদা জিয়া মোট পাঁচ বার চীন সফর করেছেন। ১৯৯১ সাল আর ২০০২ সালে দু বার চীন সফর করেছেন। তা ছাড়া, ১৯৯৫ সালের সেপ্টেম্বরে তিনি পেইচিংএ অনুষ্ঠিত জাতি সংঘের চতুর্থ বিশ্ব নারী সম্মেলনে অংশ নিয়েছেন। ২০০১ সালের মার্চ মাসে তিনি বি এন পির চেয়ারমানপার্সেন হিসেবে চীন সফর করেছেন। ২০০৪ সালের মে মাসে তিনি চীনের সাংহাইএ অনুষ্ঠিত বিশ্ব দারিদ্র রোধ সম্মেলনে অংশ নিয়েছেন। এখন দ্বিতীয় প্রশ্নের উত্তর দিচ্ছি। চীনে অজস্র নদীর মধ্যে দেড় হাজারেরও বেশী এমন নদী আছে যেগুলোর প্রত্যেকটির অববাহিকার আয়তন ১০০০ বর্গ কিলোমিটারেরও বেশী। কিন্তু চীনের মোট নদনদীর সংখ্যা বলা মুশকিল। এখানে শুধু কয়েকটি প্রধান প্রধান নদীর নাম উল্লেখ করতে পারি। তা হল, ছাংজিয়াং অথার্ত ইয়াংসি নদী, হুয়াংহো অথার্ত হলুদ নদী, হেইলোংজিয়াং, যুজিয়অং , হাইহো এবং হুয়াইহো।
গাইবান্ধা জেলার শ্রোতা একে এম শরিফুল ইসলাম তাঁর চিঠিতে জানতে চেয়েছেন, চীনের সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট ইউনিয়ন অথবা গ্রাম এর নাম কি? উত্তরে বলছি , প্রশাসনের প্রয়োজনে চীনদেশকে ২৩টি প্রদেশে আর পাঁচটি স্বায়ত্তশাসিত অঞ্চলে ভাগ করা হয়েছে। এ ছাড়া, আছে সরাসরি কেন্দ্রীয় শাসনের অধীনে আরো চারটি পৌর অঞ্চল। প্রদেশের বা স্বায়ত্তশাসিত অঞ্চলের অধীনস্থ নিম্নতর প্রশাসনিক এলাকার মধ্যে আছে, শহর, স্বশাসিত বিভাগ, জেলা, এবং স্বশাসিত জেলা। জেলা বা স্বশাসিত জেলার অধীনে গণ কমিউন আর আধা-শহর। চীনে মোট জেলা আছে ২১৩৭টির বেশি। গ্রামাঞ্চলের সবচেয়ে ছোট ইউনিয়নের নাম গ্রাম। শহরাঞ্চলের সবচেয়ে ছোট ইউনিয়নের নাম পাড়া কমিটি।
সিলেট জেলার শ্রোতা মো: সাখাওয়াত হোসেন সন্নান তাঁর চিঠিতে জানতে চেয়েছেন, চীনের সামরিক বাজেট কত? এই প্রশ্নের উত্তর দেয়ার আগে, কয়েকটি কথা বলতে হবে। চীন একটি শান্তিকামী দেশ। চীন বিশ্বের সমস্ত দেশের সঙ্গে সহাবস্থানে থাকতে চায়। সামরিক বাজেটে চীন যে অঙ্কের অর্থ বরাদ্দ করেছে তা কেবল প্রতিরক্ষার উদ্দেশ্যে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স কয়োকটি পশ্চাত্য দেশের তুলনায় চীনের সামরিক বাজেটের পরিমাণ খুব কম।
ঝিনাইদহ জেলার শ্রোতা এ এইজ এম গোলাম রসুল তাঁর চিঠিতে জানতে চেয়েছেন, চীনের মাথাপিছু আয় কত ডলার ও মাথাপিছু আয়ু কত বছর? উত্তরে বলছি , প্রথম প্রশ্নের উত্তর দেয়ার আগে একটি কথা উল্লেখ করতে হবে। চীন একটি বিশাল দেশ বলে বিভিন্ন জায়গার অবস্থা এক রকম নয়। যেমন চীনের উপকূলীয় অঞ্চল দেশের অন্যান্য জায়গা বিশেষ করে পশ্চিমাঞ্চলের চাইতে উন্নত। সুতরাং বলাবাহুল্য, উন্নত অঞ্চল আর অনুন্নত অঞ্চলে মানুষের মাথাপিছু আয়ে অনেক পার্থক্য আছে। গত বছরের একটি পরিসংখ্যাণ অনুযায়ী, চীনের চীনের শহরাঞ্চলের মাথাপিছু আয় ৯৯৮ রেন মিন পি। কিন্তু রাজধানী পেইচিংএর মাথাপিছু আয় দেশের সবচেয়ে বেশী। পেইচিংএর মাথাপিছু আয় প্রায় দু'হাজার রেন মিন পি। চীনের গড় আয়ু বিভিন্ন জায়গায় একটু তফাত আছে। চীনের কয়েক বড় বড় শহরে মানুষের গড় আয়ু সত্তরের কাছাকাছি দাঁড়িয়েছে। চীনা জনগণের জীবনযাত্রার মান উন্নত হয়ার সঙ্গে সঙ্গে মানুষের গড় বায়ু আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
ঝিনাইদহ জেলার শ্রোতা সাজ্জাদ হোসেন তাঁর চিঠিতে জানতে চেয়েছেন, চীনে কোন চোর হাতেনাতে ধরা পড়লে আইনে তার জন্য কি বিচার রয়েছে? চীনে যদি কোন চোর হাতেনাতে ধরা পড়ে তাহলে তাকে সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে নেয়া হয়। সেখানে তাকে সাধারণত এক সপ্তাহে সংশ্লিষ্ট আইন শিখতে হবে । যদি কোনো লোক নিজের কুব্যবহার পরিশোধন না করে বারবার ধরা পড়ে তাহলে আরও কঠোর শাস্তি দেয়া হয়। যেমন তাকে সংশোধনমূলক ক্যাম্পে পাঠানো হয়।
|